আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত স্বাধীনতা(১০/০৩/১৯৮৬)মরহুম গাজী ফরিদ আহমেদ

FROM MIRPUR DHAKA

আজি মুক্ত নাকি দেশের মানুষ স্বাধীন নাকি মাতৃভুমি কেমন আছো স্বাধীনতা? সত্যি করে বলবে তুমি স্বাধীন নামের বস্তুটি আজ এদেশ থেকে নির্বাসিত। যাও ছিল তাও এখন লজ্জা ভয়ে সদাই ভীথ। আনলো যারা স্বাধীনতা তারা মরে অনাহারে সিংহাসনের ভার নিয়েছে একাত্তরের রাজাকারে। জনক আমার জাতির পিতা কেন হয় আজ গুলিবিদ্ধ, তার কথা মুখে বলাও স্বাধীন দেশে আজ নিষিদ্ধ। এহেন কাজের প্রতিবাদে প্রতিবাদী কেউবা হলে, নিশ্চিত সে যাবে নরক পড়বে পুলিশ ট্রাকের তলে। এখনও, একাত্তরের মতন তারা অস্ত্রহাতে উর্দি পরে। স্বাধীন নামের বস্তুগুলো নিচ্ছে তাদের পকেট পুরে। ভুলেও কখনও বলো না আর ওদের বিরুদ্ধে কোন কথা নতুন করে সংঙ্গা দিলাম একেই বলে স্বাধীনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।