sobujarefin@gmail.com
মিথ
ভাঙা বাড়ি। কাঁটাঝোপ।
নারিকেল ছায়ায় মিশেছে দ্বিপ্রহর।
ছোট ছোট সরীসৃপ।
সরু খাল।
অসমাপ্ত সাঁকো।
বুড়ো কদমের গাছ।
ডালপালা মেলবার ইচ্ছে দেয়ালে দেয়ালে...
রান্নাঘর বেয়ে কাঁটালতা পৌঁছায় অসীম গ্রন্থসরোবরে।
জ্বলন্ত গল্পের শেষে এক মুঠো ভাত, এক মুঠো ছাই।
ভাঙা বাড়ি।
কাঁটাঝোপ। পোকামাকড়ের সহবাস।
সংসার বাড়ন্ত ঘাসে
পুরনোকে এতদিন কেউ ভালোবাসে?
কাব্যগ্রন্থ: নুড়িপাথরের জন্মান্তর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।