sobujarefin@gmail.com
স্মৃতি-১
বয়ঃসন্ধির দুর্বলতম স্থানে লুকোচুরি খেলা নিভে গেলে-
সকল অনুশোচনা ঘড়ির কাঁটায় বিচরণশীল;
সেই থেকে বন্ধ রাখি সূর্যাস্তের দ্বিতীয় দরোজা
দেখি না কোথাও আর মধুমক্ষিকার শুঁড়
এক খণ্ড ভোর উপহার দ্যায় সোনালি যন্ত্রণা
এক গ্লাস রাত্রি কায়ক্লেশে গড়ে তুলেছে প্রচ্ছদ
ঘনিষ্ঠতা পান করে চৈত্রদীঘি, আমি চাই
গ্রন্থহারা প্রচুর ফাল্গুন
উপসংহারে এসেও আমাকে দিয়েছো আমলকি বপনের মাঠ
নক্ষত্রে পাঠাবো হেঁসেলখানার জলবায়ু
জানি, পায়ের শিকল হবে না নূপুর পুষ্পের ছোঁয়ায়
আমি কি যাব না অবচেতনের অনন্ত দুপুরে?
কাগুজে প্রন্তাব ফেলে তুলে নিই ধানশীষে বাঁচার সাহস
গ্রহমাংসে কিংবা নীল দুগ্ধে আজীবন অসুস্থ রয়েছি
নিয়তির কেন্দ্রে আবির্ভূত ঈর্ষা
ছড়িয়ে পড়ছে ডাকনাম থেকে বাতাস পর্যন্ত;
পল্লব ও কুঁড়ির ফাঁকে অনেক দুলেছি
কাব্যগ্রন্থ: নুড়িপাথরের জন্মান্তর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।