আগের মৌসুমের থেকে ১.৩ শতাংশ বেড়ে ২০১২-১৩ মৌসুমে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের মোট আয় ৫২ কোটি ৯ লাখ ইউরো।
রেকর্ড ৩২ বার লা লিগা চ্যাম্পিয়নদের এবার মোট লাভের পরিমাণ তিন কোটি ৬৯ লাখ ইউরো। গত মৌসুমে যা ছিল দুই কোটি ৪২ লাখ ইউরো।
‘ডেলোয়িট’ নামের লন্ডনের একটি বাণিজ্যিক পরামর্শক প্রতিষ্ঠান প্রকাশিত সবচেয়ে ধনী ফুটবল ক্লাবগুলোর তালিকায় গত মৌসুমে টানা অষ্টম বারের মতো শীর্ষস্থান দখল করেছিল রিয়াল।
সর্বোচ্চ আয়ের দিক থেকে রিয়ালের পরে আছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ও রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সার আয় ৪৮ কোটি ৩০ লাখ এবং ম্যান ইউর আয় ৩৯ কোটি ৬০ লাখ ইউরো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।