আমাদের কথা খুঁজে নিন

   

কলিজা নাম্বার ০১

আমি সবার সাথে আছি .............

আমার আম্মা আঞ্জুমান হোসেন ঐশ্বী (সিমুন)। সিমুন আমার বড় বোনের মেয়ে। বড় আপু আমাদের বাসার সাথে বাসা কিনছে। যাকে দেখার জন্য আমি খুবই পাগল। সে খুব লাজুক।

কখনো মোবাইলে কারও সাথে কথা বলে না এমন কি তার খালাদের সাথেও না। খুবই ভালো ছাত্রী কখনো দ্বিতীয় হয় না। আমি অফিস থেকে বাসায় এসে প্রথম যাকে দেখি। খুব লক্ষী একটি মেয়ে। মাঝে মাঝে গাড়ীতে করে পুরাকৃর্তি দেখাতে নিয়ে যাই পুরার্কীর্তি গুলো খুব আগ্রহ নিয়ে দেখে আর মুগদ্ধ হয়ে যায় তখন আর মুখ দেখলে আমার খুব মায়া হয়।

সব সময় পরিস্কার পরিছন্ন ও জামা কানের দোল জুতা কালার ম্যাচ করে পড়ে। এত লক্ষী মেয়ে পৃথিবীতে আর একটিও নাই। কোন শপিং মলে নিয়ে গেলে নিজ থেকে কিছু বলে না। তবে কার চয়েজ খুব ভালো। ছাদের উপর বাগানের সবগুলো গাছ আমি তাকে দিয়ে ফেলেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.