আমাদের কথা খুঁজে নিন

   

নিজের প্রতি কতটুকু অবিশ্বাস আর ঘৃনা জন্মিলে আপনার নাম পরিবর্তন করবেন ?

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

''জামায়াতে ইসলামি বাংলাদেশ'' থেকে ''বাংলাদেশ জামায়াতে ইসলামি'' নাম ধারন করে ৭১'র বাংলাদেশের স্বাধীনতা বিরুধী দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করার পর থেকেই আমার মনে একটা প্রশ্ন বার বার আসছে । আর তা হলো, নিজের প্রতি কতটুকু অবিশ্বাস আর ঘৃনা জন্মিলে যে কেউ তার নাম বদল করে । আসলে একাত্তুরের রাজাকার - আলবদর - আল শামস বাহিনীর সন্মিলন হলো জামায়াতে ইসলামি বাংলাদেশ । রাজাকার আলবদর আল শামস এই শব্দ গুলোর সুন্দর অর্থ থাকলেও বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত ঘৃনার বিষয় । করন এই নাম গুলো ধারন করে আজকের জামাতের শীর্ষ নেতারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুধীতা করেছে , নির্বিচারে মানুষ হ্ত্যা, মা - বোনের ইজ্জত হরণ , মানুষের সম্পদ লুন্ঠন সহ এমন কোন অপরাধ নাই যা গোলাম আযম নিজামী মোজাহিদরা তাদের বাহিনী দিয়ে করেনি ।

তাই স্বাধীনতার পর এদেশের মানুষ জামায়াতে ইসলামি কে ঘৃণার চোখেই দেখে আসছে । জামাতের নেতৃত্ব ও যে বিষয়টি জানতো না তা নয় । কিন্তু কিছুই করার ছিলো না । এখন নতুন করে নিবন্ধনের সুযোগ পেয়ে তাদের একাত্তুরের অপকর্ম গুলোকে আড়াল করতেই নাম পাল্টে নতুন ভাবে আসতে চাচ্ছে । নাম পরিবর্তন করলেও এই খুনির দল তাদের স্বভাব পরিবর্তন করবে এমনটা ভাববার কোন কারন নাই ।

কারন এই দেশটাকে তারা কখনো ভালোবাসেনি । এই দেশের প্রতি তাদের কোন দায় নাই । তাই সাপের মত চামড়া পরিবর্তন করলেও ওরা বিষদর সাপই রয়ে যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.