তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
চশমাটা কাজ করে না ইদানিং একদম
শ্যাওলা ধরা নিজের ঘরের দেয়ালটার মতই
সবকিছুই বড় আবছা আবছা লাগে,
গুড়োদুধের মত হয়ত ভেজাল মিশানো হয়েছিল ওটাতেও।
চশমাটা কাজ করে না ইদানিং একদম
আগের মত দু'পয়সা, এক পয়সা জমিয়ে
নতুন একটা কিনব; সে রকম মনের জোর অথবা
সামর্থের কোনটাই এখন আর অবশিষ্ট নেই;
অগত্যা, উপায়হীন হয়ে শেষ অবলম্বন হিসেবে
ওটাকেই অন্ধকারে হাতড়িয়ে খুঁজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।