এটাকেই বোধহয় জীবন বলে
একজন ব্লগার ওরফে প্রলয় হাসান ওরফে কতবতকতকত ওরফে ইরাপু (মতান্তর আছে এই নিকটির ব্যাপারে...তবে অনেকেই বলে ইরাপু তার নিজেরই নিক) তগওরফে আরো কতই না নিক....তাকে নিয়ে কিছু কথা বলতে চাই।
নানান জনের পোস্টে চান্স পাইলেই সে "লুল" নামের জনৈক ব্যাক্তির প্রতি বিদ্বেষ প্রকাশ করে ও পোস্ট লেখক বা অন্যান্য কমেন্ট প্রদানকারীর প্রতি উষ্কানীমূলক মন্তব্য করে।
Click This Link
প্রশ্ন হল...এই "লুল" বলতে সে কাকে বুঝায়?
ইতোপূর্বে কালপুরুষের সাথে তার ঝগড়া ফ্যাসাদ ইত্যাদির ক্যাতা দেখে আমরা ধারনা করে নিতেই পারি যে এই "লুল" বলতে সে কালপুরুষ কেই বুঝায়। সেটা বুঝাক, কিন্তু নানান জনের পোস্টে গিয়ে সে যে তার ব্যাক্তিগত ঝগড়াকে জাতীয় ঝগড়ায় রুপান্তর করতঃ নিজের দল ভারী করার যে ঘৃন্য প্রচেষ্টা চালায় তা কি আদৌ সমর্থনযোগ্য? তার যা অভাব অভিযোগ তা সে নিজের পোস্টে বলুক...এমনভাবে অন্যের পোস্টে গিয়ে আরেকজনকে একজন ব্যাক্তির বিরুদ্ধে উষ্কে দেওয়ার প্রচেষ্টা কেন?
সহব্লগারদের মতামত আশা করছি এবং সম্মিলিতভাবে তার এইসব আজাইরা কাজ কারবারে সমর্থন না জানাতে আহবান করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।