আমাদের কথা খুঁজে নিন

   

মাছের তেল শিশুদের স্মার্ট বানায় !!

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

বাবা-মা যদি চান তাদের শিশুদের পরীক্ষার ভালো করুক তবে নিয়মিত সন্তানকে মাছের তেল খেতে দিতে হবে। কারণ মাছের তেল শিশুদের মেধা বিকাশে সহয়তা করে। শুধু তাই নয়, নিয়মিত মাছের তেল খেলে শিশুরা অনেক বেশি স্মার্ট হয়। ব্রিটেনের একদল গবেষক গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। ব্রিটেনের ডেভ ফোর্ড অব দ্য ডুরহাম কাউন্টি কাউন্সিল গবেষণা চালিয়ে দেখেছে, যেসব শিশু নিয়মিত মাছের তেল খায় তারা পরীক্ষায় ভালো ফল করে।

কারণ মাছের তেল শিশুদের মেধা বিকাশে সহায়তা করে। নিয়মিত মাছের তেল খেলে শিশুদের মানসিক শক্তিও বাড়ে। প্রতিষ্ঠানটি ব্রিটেনের ৩ হাজারের বেশি স্কুল শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য প্রকাশ করে। ডেভ ফোর্ড অব দ্য ডুরহাম কাউন্টি কাউন্সিলের গবেষকরা ওই শিশুদের পরীক্ষার আগের ৬ মাস নিয়মিত মাছের তেলের ক্যাপসুল খাওয়ান। পরে ওই শিশুরা তাদের পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় যেসব শিশুকে মাছের তেলের ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদের স্থান অন্যদের তুলনায় দুই ধাপ ওপরে এবং গড়ে তারা ১৭ দশমিক ৭ নম্বর বেশি পেয়েছে। তবে অনেক বিজ্ঞানী এ গবেষণার ফল আমলে নিতে রাজি হননি। তারা বলেছেন, পরীক্ষার ভলো করার সঙ্গে মাছের তেল খাওয়ার কোনো সম্পর্ক নেই। বরং যে ৩ হাজার শিশু পরীক্ষায় ভালো করেছে তারা বিশেষ যত্নে ও নজরদারিতে ছিল। বাড়তি ওই সহায়তার কারণেই তারা পরীক্ষায় ভালো করেছে .,....................... সূত্র : দৈনিক সমকাল


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।