পতিত স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে জোট করলে ওয়ার্কার্স পার্টি সেখানে থাকবে নাঃ রাশেদ খান মেনন
'মহাজোট'কে একটি বায়বীয় শব্দ বলে আখ্যায়িত করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন, পতিত স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধী উগ্র সম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ কোনো জোট করলে সেখানে ওয়ার্কার্স পার্টি থাকবে না। গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস। পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড হায়দার আকবর খান রনো, কমরেড নুরুল হাসান, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড আজিজুর রহমান, কমরেড নূর আহমদ বকুল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কামরুল আহসান এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কমরেড রাশেদ খান মেনন বলেন, আওয়ামী লীগের সঙ্গে ওয়ার্কার্স পার্টির দ্বিপক্ষীয় আলাপ-আলোচনায় এরশাদের জাতীয় পার্টিকে নিয়ে জোট গঠনের কোনো কথা হয়নি।
আওয়ামী লীগও তাদের কাছে এমন কোনো প্রস্তাব দেয়নি।
কমরেড মেনন বলেন, সরকার এখন 'মাইনাস টু থিওরি'র মাইনাস করা দুই দলের প্রধান দুই নেত্রীকে এক টেবিলে আলোচনায় বসানোর নামে দেশে নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থা চালু করার পাঁয়তারা চালাচ্ছে। সিভিল সোসাইটি ও ব্যবসায়ীরা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছেন, যা দুঃখজনক।
কমরেড বিমল বিশ্বাস লিখিত বক্তব্যে নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার, ট্রেড ইউনিয়নসহ সকল শ্রেণী-পেশার সংগঠনের তৎপরতার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করা, প্রশাসনকে নির্দলীয়করণ, নির্বাচন সম্পর্কিত সব অনিশ্চয়তা দূর করাসহ পাঁচ দফা দাবি জানান।
তিনি বলেন, সংসদ ও উপজেলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নির্বিঘ্নতা বজায় রাখার স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনের পরে যৌক্তিক সময়ে উপজেলা নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।