‘বাংলাদেশের নিভৃত পল্লীর সামাজিক
অবস্থা বদলে দিচ্ছে পল্লী তথ্য কেন্দ্র’
‘পল্লী তথ্য কেন্দ্র বাংলাদেশের নিভৃত পল্লী এলাকার সামাজিক অবস্থা বদলে দিচ্ছে। এর কর্মকান্ড গ্রামীন সমাজের ডিজিটাল বৈষম্য কমাতে ও জনগণের মাঝে তথ্য সরবরাহের পাশপাশি তাদের তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে তুলছে। সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলছে। সনাতন কৃষিকে বৈজ্ঞানিক সম্মত করে তুলছে। পল্লী তথ্য কেন্দ্রকে তাই আরো টেকসই করে তোলা প্রয়োজন।
’ গত ৩০ ও ৩১ আগস্ট কুমিল্লার বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এ অনুষ্ঠিত ‘টেকসই পল্লীতথ্য কেন্দ্র বিনির্মাণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন।
‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহায়তায় গবেষণা সংস্থা ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক) পরিচালিত ‘অবলম্বন ২’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় চলমান দেশের ১৩টি পল্লীতথ্য কেন্দ্র পরিচালনাকারী প্রধান এবং ব্যবস্থাপকগণ অংশ নেন। এসব পল্লীতথ্য কেন্দ্রকে সফলভাবে পরিচালনা, লক্ষ্য অর্জন এবং টেকসইকরণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। দ্বিতীয় দিনে ‘আমাদের গ্রাম’ পরিচালিত ই-হেল্থ কার্যক্রমের পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়, পল্লীতথ্য কেন্দ্রের কার্যক্রমের সাথে সমন্বয়ের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়।
বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের কার্যক্রম এবং এই কার্যক্রমের সংগে পল্লীতথ্যকেন্দ্র সমূহের সমন্বয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ টেলিসেন্টার নেট্ওয়ার্কের চিফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ডি.নেট এর নির্বাহী পরিচালক অনন্য রায়হান, আমাদের গ্রাম’র প্রকল্প পরিচালক রেজা সেলিম, ডি.নেটের উপ-পরিচালক ও অবলম্বন - ২ এর প্রকল্প সমন্বয়কারী ফরহাদ উদ্দিন, , সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ মাসুদুর রহমান, মোশাররফ হোসেন, হেল্পলাইন সমন্বয়কারী আতিকুর রহমান, প্রোগ্রাম অফিসার খায়রুজ্জামান, জাহিদ আল মাহাদী, ফাতেমা বেগম লাবনী, কর্মসূচী সহযোগী ফারহা শারমিন, প্রতাপ সরকার বিজয় প্রমূখ উপস্থিত ছিলেন। #
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।