তারিখঃ ০৮/০৯/২০০৮
বরাবর
প্রধান নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশন সচিবালয়
শেরে বাংলা নগর, ঢাকা
জনাব
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা আপনার ২৮ আগস্ট-০৮ তারিখের চিঠি পেয়েছি যাতে ৮ সেপ্টেম্বর বেলা ২টায় সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিপূর্বে আপনি দুইটি সংলাপে অংশগ্রহণের আহবান জানিয়েছিলেন। আমরা তাতে অংশগ্রহণ করেছিলাম। আপনি নিজেই জানেন যে, আমরা সংলাপকে খুবই গুরুত্ব দিয়েছিলাম এবং খোলামেলা ও যৌক্তিক আলোচনা করেছিলাম।
কিন্তু একটি সুন্দর,সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয সংসদ নির্বাচনের জন্য উক্ত সংলাপ বস্তুনিষ্ঠ ও ইতিবাচক কোন ফল দিয়েছে বলে প্রতীয়মান হয়নি। ইতোমধ্যে সরকার ও নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ জারী করেছেন। নির্বাচনের আসনগুলির সীমানা পুনর্নিধারণ করেছেন যা মাননীয় আদালত কতৃক স্থগীত করে দেয়া হয়েছে। ৩০শে জুনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার কথা থাকলেও তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। দেশে তৈরী স্টীলের ব্যালট বাকস মৌজুদ থাকা সত্বেও বিদেশ থেকে ব্যালট বাকস আনার উদ্যোগ নেয়া হয়েছে।
‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। ইত্যাদি পদক্ষেপসমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জটিল থেকে জটিলতর করে তুলেছে। ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্য বাধকতা থাকলেও এখন পর্যন্ত ঐচ্ছিক পর্যায়ে রাখা হয়েছে বলে মনে হয়। অথচ এখতিয়ার বহির্ভূত উপজেলা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ়তা প্রদর্শন করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে।
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ এর তিনটি বিষয়কে চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে রীট দাখিল করেছি।
কারণ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ এর অনেক ধারাই সংবিধান পরিপন্থী। মাননীয় আদালত আমার রীট আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রুল নিশি জারী করেছে। অর্থাৎ বিষয়টি এখন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ।
সার্বিক বিবেচনায় এ মুহূর্তে সংলাপ ইতিবাচক কোন ফল দেবে বলে মনে হয়না। এ সকল অবস্থা বিবেচনা করে ৮ সেপ্টেম্বর সোমবারের বৈঠকে যোগদান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছেনা।
সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টির বাস্তব পদক্ষেপ গ্রহণসহ সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই বরং জাতি নির্বাচনমূখী হবে বলে আমরা আশা করি।
ধন্যবাদান্তে
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
সেক্রেটারী জেনারেল
জামায়াতে ইসলামী বাংলাদেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।