আমাদের কথা খুঁজে নিন

   

সিইসির সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক

রোববার বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনে তাদের এই বৈঠক শুরু হয়।
ঢাকা সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ-তারানকো জানতে চেয়েছিলেন, ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তা পেছানো সম্ভব কি না।    
জবাবে প্রধানমন্ত্রী তাকে জানিয়েছিলেন, তফসিল পরিবর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে। তাদের সঙ্গেই এ বিষয়ে কথা বলতে হবে।     
জাতিসংঘ দূত রোববার সকালে হুসেইন মুহাম্মদ এরশাদের বাড়িতে গেলে জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে জানানো হয়, তারা চায় নির্বাচন পিছিয়ে দেয়া হোক, যাতে ‘সব দলকে’ নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।


ওই বেঠকে জাতিসংঘ দূত কি বলেছেন জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, “তিনি দেশের সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন। ”
শনিবার বিকালে গণভবনে সভাশেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনায় ফার্নান্দেজ-তারানকো আগ্রহ দেখাননি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও শনিবার রাতে বৈঠক করেন জাতিসংঘ দূত।  
ওই বৈঠকের পর বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। দুই-একদিনের মধ্যে আবার আলোচনা হবে।

এরপর এ বিষয়ে জানানো হবে।
পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো। শনিবার দুই নেত্রী ছাড়াও আওয়ামী লীগ, বিভিন্ন দেশের কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন তিনি।
রোববার এরশাদ ও প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও জামায়াতে ইসলামী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বসার কথা রয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট করবে তারা।

তবে বিরোধী দল বিএনপি এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে টানা আন্দোলন চালিয়ে আসছে। রাজনৈতিক সহিংসতায় গত তিন সপ্তাহে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।     
জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও ৩ ডিসেম্বর আকস্মিক ঘোষণায় ভোটে না যাওয়ার কথা জানান এরশাদ। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগেরও নির্দেশ দেন তিনি।    


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.