ভোটকেন্দ্রে অগি্নসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তবে নির্বাচন খুব স্বচ্ছ হবে বলেও জানান সিইসি। আজ ভোটের সময় পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে সিইসি বলেন, ভোটের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শেরেবাংলানগরের ইসি কার্যালয়ে মিডিয়া সেন্টার উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা জানান সিইসি। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ড. মোহাম্মদ সাদিকসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটের ৩৬ ঘণ্টা আগে গতকাল দেশের বিভিন্ন এলাকার অন্তত ২৪টি ভোটকেন্দ্রে অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। ভোটের আগে ভোটকেন্দ্রে অগি্নসংযোগ ও ভোটারদের ভয়ভীতিমুক্ত রাখার বিষয়ে জানতে চাইলে কাজী রকিব বলেন, আপনাদের মতো আমরাও উদ্বিগ্ন। প্রথম থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বলেছি। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ বিষয়ে তৎপর থাকতে নির্দেশ দিয়েছি।
ভোটকেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হলে তা পরিবর্তনের দরকার পড়বে না। শেষ মুহূর্তে দুয়েকটা পরিবর্তন করতে হতে পারে, সে প্রক্রিয়া চলছে। তবে তা আগের কেন্দ্রের খুব কাছাকাছি রাখা হবে। দশম সংসদ নির্বাচন স্বচ্ছভাবে হবে বলে আশা করেন তিনি। সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে কাজী রকিব বলেন, ভোটের আগে ব্যক্তিগত অনুভূতি দেব না।
সবাই ভোট প্রত্যক্ষ করবে। দেশবাসী তা দেখবে। খুব স্বচ্ছ নির্বাচন হবে এবার। ভোটের পরে সার্বিক বিষয়ে মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাতের দায় কে নেবে জানতে চাইলে কাজী রকিব বলেন, দেশবাসী, আপনারা, ইতিহাস তা বিচার করবে।
আপনারা জানেন কোথা থেকে তা শুরু হয়েছে, কীভাবে তা হয়েছে, কে কী দায়িত্ব পালন করেছেন তা সবাই জানে।
ভোট বিক্রি তো বিবেক বিক্রি : দশম জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মোবাইল ফোন গ্রাহকদের কাছে পাঠানো খুদে বার্তায় (এসএমএস) এ আহ্বান জানায় ইসি।
ওই এসএমএসে বলা হয়, 'ভোট বিক্রি তো বিবেক বিক্রি। ভোট বিক্রি করবেন না।
নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। ' হরতাল-অবরোধ ও রাজনৈতিক সংঘাতের মধ্যেই আজ দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত কমপক্ষে ৩০টি জেলায় বিভিন্ন ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ নিয়ে জনমনে আতঙ্ক রয়েছে। এরই প্রেক্ষাপটে জনগণকে নিরাপত্তার কথা জানাতে ইসির এ বার্তা বলে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।