আমাদের কথা খুঁজে নিন

   

রমযান মাসে তারাবীহ নিয়ে বাড়াবাড়ি



মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমযান। সওয়াব হাসিলের এত সহজ পথ আর কোন মাসে নেই। যে কোন সৎ কার্যের পুরস্কার ১:৭০ । তবে ধর্মের নামে ও সওয়াব হাসিলের উদ্দেশ্শে বাড়াবাড়ি করা যাবেনা। মনে রাখা ভাল ইসলাম আড়ম্বর পছন্দ করেনা।

এই মাসে আমাদের ভেতর সবচেয়ে যে বিসয়টা নিয়ে বেশী মাতামাতি দেখা যায় তা হল তারাবীহ এর নামাজ। আমাদের ভাব দেখে মনে হয় জুমআর চেয়েও যেন গুরুত্বপূর্ণ কাজ এটা এবং যেভাবেই হোক জামায়াত করতেই হবে। যাহোক এটা নিয়ে অনেক হাদীস রয়েছে। যার রেফারেন্স যে কেউ খুঁজে নিতে পারেন নেটে। বুখারী শরীফ এর ইংরেজী ভার্সনও আছে।

তবে যে যাই করুন অথেন্টিসিটির কথা মাথায় রাখবেন আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।