আমাদের কথা খুঁজে নিন

   

বেকারত্বের কষাঘাতে জর্জরিত বাংলাদেশ।

বেকারত্ব প্রত্যেক জাতির জন্যই একটি অভিশাপ স্বরুপ। আর এই বেকারত্বের অভিশাপ ভাল করেই পড়েছে বাংলাদেশের উপড়। বেকার জনসংখ্যার হার বেশি এমন ২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১২ তম। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে বাংলাদেশে ৩০ মিলিয়ন লোক বেকার। ২০১৫ সালে এই সংখ্যা বেড়ে দাড়াবে ৬০ মিলিয়নে।

যেখানে প্রতিবছর ২.৭ মিলিয়ন লোকের কর্মসংস্থান হওয়া দরকার। কিন্তু বাস্তবে সেখানে কাজ জুটেছে ০.৭ মিলিয়ন লোকের। শতকরা ৩২ ভাগ লোক বেকার জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। বেকারত্বের করাল গ্রাস যে আমাদের উপড় খুব ভাল করে পড়েছে তা বলার অপেক্ষা রাখেনা। যার ফলশ্রুতিতে দেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণের মত মারাত্মক সব অপরাধ।

এইসব অপরাধের পিছনে যে বেকারত্বের ভূমিকা নেই তা কেউ অস্বীকার করতে পারেনা। একজন যোগ্য নাগরিকের কাজের ব্যবস্হা করে দেওয়া প্রত্যেকটা সভ্য রাষ্ট্রেরই দায়িত্ব। কিন্তু আমাদের সরকার সেটা করতে কতটুকু সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে সেটা প্রত্যেকটা সচেতন নাগরিকেরই জানার কথা। অথচ দেশের একশ্রেণীর মন্ত্রী,এমপি,আম লারা দুর্নীতির মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। যার ফলে দেশে অর্থনৈতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তাই একজন ছাত্র হিসাবে আমি সবসময় হতাশাই থাকি আমার ক্যারিয়ার নিয়ে। আমি কি ধীরে ধীরে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেছি নাকি নিজেকে একজন যোগ্য বেকার হিসেবে গড়ে তুলছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.