একজন নিরাপদ ব্লগার
আগত সন্ধ্যার সামান্য অবকাশে
দু-চোখ মেলে খূঁজি রক্তিম আভায়-
তোমার উচ্ছ্বল মুখখানি।।
প্রথম দেখার উদাত্ত আহবানে
লজ্জায় নুয়ে লজ্জাবতীর শাখায়
খুঁজে ফিরি তোমার চাহনি।।
বরষায় তোমার স্নিগ্ধ সিক্ত পরশে,
ভেজা অধরে সে উন্মাতাল তোমায়
হৃদয়ের পটে তুলে আনি...
কখনো আবার, সে অচেনা তোমাকে,
আবিষ্কার করি হিমেল হাওয়ায়-
তোমার অনন্ত উপলব্ধি।।
অপেক্ষায় আর- খুঁজে যাই নিজেরে
অপরূপ তোমায় আমার ছাঁয়ায়,
সবেতে আমার প্রতিনিধি...
পূর্ণতা আমার গ্রাস করে সর্বাঙ্গে
হোক না সে কামনা, নিছক আশায়,
শুধুই তোমায় ভালবাসি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।