-
প্রিয় বন্ধুর জন্য
জ্ঞান হবার পর থেকেই
আমার ছোট্ট পৃথিবীতে
রাজ্যের দুষ্টুমি আর
ছেলেমানুষির একান্ত সহচর
আমার প্রিয় বন্ধু তুই একজন।
স্কুলে পাশাপাশি বেঞ্চিতে বসে
অংক স্যারের ক্লাসে আমার খাতায়
তোর আঁকা দুর্দান্ত সব স্কেচ গুলি
আজও এতোটাই জীবন্ত যে
মাঝে মাঝে ভুলতে বসি
ক্যালেন্ডারে সময়ের হিসাব।
হাই স্কুলে পা দিয়েই লুকিয়ে
আমাদের প্রথম সিগারেটে টান,
টিফিন টাইমে চুটিয়ে ফুটবল খেলে
ক্লাস ফাঁকি দিয়ে বড় পুকুরে ডুব সাঁতার,
শুক্রবারে মাটির ব্যাংক ভেঙে প্রিয় নায়কের
সদ্য মুক্তি প্রাপ্ত ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা।
আহা! সময়টা কেমন যাদুকরের হাত সাফাইয়ে
উধাও হয়ে গেল নিমিষেই চোখের সামনে থেকে-
আমি বা তুই কেউই ঠিক ঠাহর করতে পারলাম না।
আজ মোটা চশমার লেন্সে দেখি ঝাপসা আমার দৃষ্টি!
আয়নায় দেখি চুলে পাক খাওয়া আমার প্রতিবিম্বটা
পরিহাস করে বলে বড্ড বুড়িয়ে গেছো তুমি-তোমরা।
পরিণতিটুকু মেনে নিয়ে তবুও আমার অবুঝ মনটা
খুঁজে বেড়ায় তোর প্রিয় মুখ, তোর সেই আঁকা স্কেচ-
কিন্তু পাই না রে ! শুধু তোর স্মৃতিটুকু ছায়া করে আমি
জীবনের ঢালু পথে আবার ধূলি মেখে গড়াতে শুরু করি ।
ছবি সুত্রঃ
Click This Link
(বন্ধু দিবসে সবাইকে অনাবিল বন্ধুত্বের শুভেচ্ছা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।