পাখি পর্ব চলছে
কিছুক্ষণ আগে মারিয়ার সঙ্গে কথা হলো মুঠোফোনে। কী যে ভালো লাগলো না! আমি ধীরে ধীরে অসার হয়ে যাচ্ছি। আহ্।
মারিয়ার সাথে আমার কথার বিষয় একটু পরপরই চলে যায় আমরা বিয়ে করছি না কেন। মানে সে বা আমি এখনো বিয়ে করছি না কেন।
তো তার কথা, সে ছেলে খুজে পাচ্ছে না, আর আমি মেয়ে খুঁজে পাচ্ছি না। কী মিল!
আমি এখনো জানাতে পারি নি আমার কথাটা। সে একটা ভয়ের মধ্যে আছে। তার অভিজ্ঞতায় সে সকল পুরুষকে এক করেই দেখেছে। তার কারণও অবশ্য আছে।
আমাদের সামাজিক ক্রাইসিসগুলোর সাক্ষী তো আমরা। সেখান থেকে কেউ ভয় পেলে তো আর কিছু বলার থাকে না। সেই ভয়েই সে আছে। তারপরও আমি হাল ছাড়ছি না।
কবে যে বুক ফুলিয়ে বলতে পারবো
তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো
একটু বসিয়া থাকো,
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো।
বুকের মধ্যে বন্ধু একটি নিঃসঙ্গ অঞ্চল
কনক আদিত্যের গান
আমি শক্তি সঞ্চয় করছি। কবে যে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।