আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোতে সামহোয়ারইনব্লগ বিষয়ক জটিল মন্তব্য: না ব্লগিং সম্পর্কেই

বদলে গেছি

বাংলাদেশে প্রথম যে ব্লগটি বড় স্কেলে দৃশ্যমান হয় সেটির নাম 'সামহোয়ারইনব্লগ'। এটি আকারে বেশ বড়, প্রায় পনের হাজার সদস্য সেখানে নিবন্ধন করেছেন বলে জানা যায়। সামহোয়ারইনব্লগ আকারে বড় এবং উন্মুক্ত। যে কেউ এর সদস্য লেখা শুরু করে দিতে পারেন। অপরদিকে সচলায়তন মূলত সামহোয়ারইনব্লগ ভাঙ্গা একটি ক্ষুদ্র গোষ্ঠী, আকারে অনেক ছোট এবং এখানে লেখক হিসাবে ঠাঁই পেতে হলে রীতিমত বর্ষব্যাপী সাধনা করতে হয়।

সদস্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামহোয়ারইনব্লগ বেশ ঢিলাঢালা রীতি অনুসরণ করলেও সচলায়তন রীতিমতো কঠোর। এর পরিণামও হয়েছে দুইরকম: সামহোয়ারইনব্লগ যেখানে 'ভার্চুয়াল মুক্তিযোদ্ধা' ও 'ভার্চুয়াল রাজাকার'দের পারস্পরিক বিষোদগারের কুরুক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে কর্ণধারশাসিত সচলায়তন হয়ে উঠেছে সুশীল মুক্তচিন্তার প্ল্যাটফর্ম। সামহোয়ারইনব্লগ যখন চরম নৈরাজ্য, সচলায়তনে তখন পরম নিয়ন্ত্রণ। চরম আর পরমরে এ দুইরকমের নমুনা দেখে আর বুঝতে বাকি থাকে না যে ব্লগের মতো উত্তর-আধুনিক মাধ্যমের সঙ্গে পাল্লা দেওয়ার মত প্রস্তুতি আমাদের এখনো নেই। আজকের প্রথম আলোতে সুমন রহমান (কবি, কথাসাহিত্যিক) লিখেছেন এ কথা।

যারা পড়েছেন ইতোমধ্যে তাদের বিরক্ত করার জন্য দুঃখিত। তবে আমার বোল্ড করা হরফগুলো নিয়ে কিছু কথা আছে। তবে তার আগে আপনাদের কমেন্ট শুনলে আমার ভাল হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.