কবিতা ও যোগাযোগ
মাহমুদুল হক শ্রদ্ধাস্পদেষু
তপন বাগচী
জীবন আমার বোন, তুমি গাও জীবনের গান
প্রতিদিন একটি রুমাল যেন নম্র জয়ধ্বনি
ভেঙে যায় খেলাঘর, গড়ে ওঠে স্মৃতির মিনার
একাকী তোমার বাস, শিল্পে তাজা তোমার ধমনী।
নিরাপদ তন্দ্রাঘোরে কোথায় চলেছ তুমি আজ
গলায় জড়িয়ে নিয়ে ভেজারাতে কালো মাফলার
তুমি গেলে কে চালাবে অনুদের মুক্ত পাঠশালা
ভাঙা হাটে রসের দোকান খুলে কে দাঁড়াবে আর!
তুমি তো মানুষ ছিলে, কিছুটা পাগল ছিলে বুঝি!
তবু একা গেয়েছিলে নিরিবিলি জীবনের গান
তোমার কলম তবু দেড় যুগ বন্ধ ছিল হায়
পর্দার আড়ালে গিয়ে পুষেছিল কোন অভিমান!
কাম্য ছিল নীরবতা, নীরবেই তোমর প্রস্থান
নীরবে তোমার জন্য এই বুকে শ্রদ্ধা অফুরান।
[বি.দ্র. মাহমুদুল হকের আলোকচিত্রটি তুলেছেন আতিকুল আলম। আর্টস.বিডিনিউজ২৪.কম এর সৌজন্যে প্রাপ্ত]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।