আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও সাহিত্যিক হতে চাই

Shakib বাংলা ক্লাস টাকে আমি খুব পচ্ছন্দ করি । আমি ইন্টার পরীক্ষার্থী । মাঝে মাঝে লেখালেখির চেষ্টা করি। ঐ দিন ক্লাসটা করে মনটা খুব খারাপ হয়ে যায় । যদি কেউ না বুঝে লেখালেখি করে তার নাকি লেখালেখি করা উচিত না ।

কার ও অনুকরন করা ঠিক না। যদি প্রাপ্ত লেখা ভাল ভাবে তুলে ধরা না যায় তবে নাকি লেখা লেখি ঠিক না । লেখালেখি নাকি সবার জন্য না। চাইলেই নাকি কবি হওয়া যায় না । এভাবেই বুঝাতে থাকে বাংলা শিক্ষক ।

উনি উতসাহ দিতে পারতেন কিন্তু এতো করা করে বললেন কেন ? আমি সেই দিন অনেক কান্নাকাটি করেছি । আমার মন চেয়েছিল শুধু আমি না অনেকেই চেয়েছিল দাড়িয়ে প্রতিবাদ করবে কিন্তু আমরা তো বেয়াদব না । মন থেকে কেদেছি । নতুনকে গ্রহন করতে হয় । পুরাতন কে নিয়ে পড়ে থাকলে কি হবে ।

উনি সব সময় নিজের গুনগান করেন । অনেক কথা বলেন তাই বলে মনে রাখা দরকার কিছু কথা আঘাত দিতে পারে কিছু মানুষকে । ঐ দিন ক্লাসে এইডস নিয়ে আলোচনা হয়েছে। আমরা সার্ফোট দিয়েছি কারন যৌনতা দিয়ে আমাদের আগ্রহ বেশি । তাই বলে সীমা থাকা দরকার ।

বইয়ের বাইরের থেকে অনেক কিছুই জানতে হয় তাই বলে কি যেটা ছেলেমেয়েদের সামনে আলোচনা করা যায় না তাও বলা যায় । সেই দিন উনি ক্লাসে একটা মেয়েকে দাড় করিয়ে বলেছিলেন মজিদের এইডস হয়েছিল কেন?(দ্বাদশ শ্রেনীর পাঠ্য বই থেকে) মেয়েটা বলতে পারে নি এজন্য তিনি মেয়েটাকে অনেক অপমান করেছিলেন । মেয়েটা বলতে পারত যদি তার লাজ শরম না থাকত । সে বলতে পারত যে মজিদ বিদেশে অনেক গুলো মেয়ে মানুষের কনডম বিহীন যৌন সম্পর্ক রয়েছে । কেন বলে নি জানেন মেয়েটা আপনাকে ভয় পায় আর সম্মান করে ।

মেয়েটা এইজন্য বলে নি যে আপনি আমাদের পরীক্ষা নিয়ত্রক । যে কোন সময় আপনি কিছু একটা করতে পারবেন । আপনি কলেজে টুপি পরা সেই ছাত্রটাকে অপমান করেছিলেন । কারন ছেলেটা একটাই দোষ করেছিল যে সে মুসলমান । প্রতিটা দিন তাকে আপনি জিজ্ঝাসা করেন যে কয়টা খারাপ কাজ করেছে ।

বাদ দিলাম এটা । আপনি পেশা নিয়ে ও মানুষকে অবহেলা করেন । ঐ আমার সবচেয়ে কাছের বন্ধুটিকে ক্লাসে দাড় করিয়ে বলেছিলেন যে তোমার বাবা কি করে? আমার বন্ধুটি কিছুই না বলে নিচের দিকে তাকিয়ে ছিল । লজ্জায় সবার সামনে বলতে পারছিল না । অবশেষে গর্ভে বুক ফুলিয়ে বলেছিল আমার বাবা একজন পুলিশ ।

আপনি হেসে ছিলেন । আমার বন্ধুটি কেদেছিল । আপনি কি ভেবেছিলেন সবার সামনে আপনার মান বেরেছে । যদি ভেবে থাকেন তবে ভুল করবেন । এতে আপনার কিছুই হবে না আমার বন্ধুর মান বেড়েছিল ।

সেই দিন আমি আমার বন্ধুকে বলেছিলাম যারা পেশার মান দিতে পারে না তারা মানুষ রুপে জানোয়ার । মনে পরে কি সেই দিনের কথা একটি মেয়েকে বলেছিলেন তুমি কি অন্য কোথা ও যাও নাকি ? আপনাকে নিয়ে শুধু কথা হয় কিন্তু লেখা হয় । আপনি বলেন যারা খারাপ তাদের ব্যবহার আর কথা শুনেই বুঝা যায় । এক শিক্ষক হয়ে আপনি অন্য শিক্ষকের মান রাখেন না । আপনি তাকে একটু ভুলের জন্য পুরা হলের ছাএ ছাত্রীদের সামনে জোরে জোরে ধমক দিয়েছেন ।

এতে উনার মান যায় নি আপনার গিয়েছে । উনি সেই দিন আপনার সামনে মাথা ঝুকিয়ে চলে গিয়েছিলেন । একটা কথা খুব বলতে ইচ্ছে করে আপনার চোখের ভুল মানুষ টি কার ও কাছে প্রিয় মানুষ হতে পারে । আপনিতো কার ও না কার ও প্রিয় । আজ সমালোচনা করছি ।

আমাকে মাফ করবেন সবাই । আমি নতুন ভুল করেই আমি শিখব । আজ না লেখে থাকতে পারলাম না । আমি পল্লব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।