যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
কিছুদিন আগে সা.ইন ব্লগে 'কেনা-বেচা' নামে একটি দারুণ আসর শুরু হয়েছিল। দেখে ভেবেছিলাম- এবার খুব চমৎকার করে অনলাইনে কেনা-কাটা করতে পারবো।
আজ ব্লগে সাইন ইন করে আঁতিপাতি করে খুঁজেও নতুন এই সাইটটির সন্ধান পেলাম না।
আমার একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর ভীষণ দরকার। আধুনিক, ছোট এবং সহজে বহনযোগ্য হতে হবে।
শুনেছি, এরকম প্রজেক্টর নাকি দৈনিক ভিত্তিতে ভাড়ায় ও পাওয়া যায়। যদি কারও সন্ধানে স্বল্প ব্যবহৃত কিংবা একেবারে নতুন মাল্টিমিডিয়া প্রজেক্টরের সন্ধান থাকে তাহলে আমি নগদে, কিস্তিতে কিংবা অন্য কোন সুবিধার বিনিময়ে কিনতে ইচ্ছুক।
চীন থেকে আমদানি করলে বাংলাদেশের চেয়ে অনেক সস্তা পড়বে বলে আমার ধারণা।
সেক্ষেত্রে চীনে অবস্থানরত কেউ যদি একটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের সন্ধান দেন তাহলে খুবই কৃতজ্ঞ হবো।
অথবা বাংলাদেশে আইটি রিলেটেড বিজনেস করেন এমন কোন এক্সপার্ট ব্যবসায়ীর কাছ থেকে এ সংক্রান্ত পরামর্শ চাচ্ছি।
বি:দ্র: কেনা-বেচার এই সাইটে যাওয়ার জন্য কেউ লিংক দিলে কৃতজ্ঞ থাকবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।