কামাল আজম দিপু পেশায় একজন আলোকচিত্রশিল্পী। প্রায় ১৩ বছর ধরে নিজের ক্যামেরার ফ্রেমে বাঁধাই করে আসছেন জীবনের নানা ছবি। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন ভালো আলোকচিত্রশিল্পী হওয়ার। আর এর জন্য তাকে পোড়াতে হয়েছে অনেক-খড়। এর জন্য তিনি পেয়েছেনও বেশ কিছু সম্মাননা।
তার মধ্যে রয়েছে কবি সংসদ বাংলাদেশ সম্মাননা, গীতিকার ক্লাব সম্মাননা, কিচির মিচির ক্লাব সম্মাননা। পুরান ঢাকার একটি অফিসে সাজিয়ে নিয়েছেন নিজের ছোট একটি পৃথিবী। মডেল ফটোগ্রাফির পাশাপাশি বর্তমানে তিনি বিশেষ সম্মান কামিয়েছেন বিয়ের ফটোগ্রাফিতে। ইধহমষধফবংয নৎরফব ঢ়যড়ঃড়ঢ়ষঁং শিরোনামের একটি ওয়েব সাইট ও আছে তার। দিপু বলেন, ' আমি স্বপ্ন দেখি ক্যামেরার ফ্রেমে।
আমি যখন একজন নতুন মানুষের ছবি সুন্দর করে তুলকে পারি। এর আনন্দ আমি বুঝাতে পারব না। ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে কিছু কাজ করতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।