কামাল আজম দিপু পেশায় একজন আলোকচিত্রশিল্পী। প্রায় ১৩ বছর ধরে নিজের ক্যামেরার ফ্রেমে বাঁধাই করে আসছেন জীবনের নানা ছবি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একজন ভালো আলোকচিত্রশিল্পী হওয়ার। আর এর জন্য তাকে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। এর জন্য তিনি পেয়েছেনও বেশ কিছু সম্মাননা। তার মধ্যে রয়েছে কবি সংসদ বাংলাদেশ সম্মাননা, গীতিকার ক্লাব সম্মাননা, কিচির-মিচির ক্লাব সম্মাননা। পুরান ঢাকার একটি অফিসে সাজিয়ে নিয়েছেন নিজের ছোট একটি পৃথিবী। মডেল ফটোগ্রাফির পাশাপাশি বর্তমানে তিনি বিশেষ সম্মান কামিয়েছেন বিয়ের ফটোগ্রাফিতে। Bangladeshi bride Photoplus dipu শিরোনামের একটি ওয়েবসাইটও আছে তার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।