তারাঁদের ইসকুলে আমি এক লবন চাষীর ছেলে,ক্ষয়ে যাওয়া চাঁদ! সে আমার মা...
পাহাড়ে ওঠার নেশা মানুষকে ক্রমশঃ আগ্রাসী করে তোলে-
করে তোলে স্বার্থপর অপরাধী; পাহাড়ে উঠতে গিয়ে আমি
মানুষ ও আমার মধ্যে বিস্তর পার্থক্য বুঝে গেছি!
মাটি থেকে চূড়ার দুরত্ব - নাকি চূড়া থেকে আকাশের দুরত্ব কম,
এমন ভাবনা থেকে ক্রমে পেরুতে থাকলে কোমরের ভাঁজ -
তবেই সে নত হতে থাকে; হতে থাকে বিজিত !
তারপরও মনে পড়ে, মাটি থেকে চূড়াকে যতোটাই কাছে মনে হোক,
চূড়া থেকে মাটির দুরত্ব আসলে আরো বেশি - সবকিছুই সাধারন
এবং ছোট , বিজিত!
নীলাভ নাভীর খাঁদ ভেঙ্গে ভেঙ্গে একটু এগুলেই যে জোনাঁক মায়া মানুষকে
অসাধারণ করে তোলে ; তা মানুষের জন্যই হয়তো - সমতলের মানুষ তার কিইবা বুঝে, জয়ী !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।