গতকাল বাংলাদেশ প্রতিদিন এর প্রথম পাতায় প্রকাশিত 'তোপের মুখে পাটমন্ত্রী' শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তারেক জহিরুল হক স্বাক্ষরিত ওই ব্যাখ্যায় বলা হয়, প্রকাশিত খবরটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন। এটি কুচক্রীমহলের ষড়যন্ত্র বলেও দাবি করা হয়েছে। এতে বলা হয়, ঢাকায় জরুরি কাজ থাকায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় শুরুতেই মন্ত্রী নিজের বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন। মন্ত্রীর বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যে তোপের মুখে পড়েন এবং সভাস্থল ত্যাগ করেন বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটা সঠিক নয়।
প্রতিবেদকের বক্তব্য : গতকাল রবিবার বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত 'তোপের মুখে পাটমন্ত্রী' শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে তা বস্তুনিষ্ঠ। মিথ্যা বা বানোয়াট কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। পুরো কর্মিসভার ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।