আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ডের খরচের উৎস জানতে চায় বিএনপি

রাজধানীজুড়ে সরকারের সাফল্যগাথা-সংবলিত বিলবোর্ড তৈরি ও টানাতে ব্যয়কৃত টাকার উৎস জানতে চেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের বিরুদ্ধে 'ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার' বন্ধের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বিলবোর্ডের খরচের এই উৎসের কথা জানতে চান।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য রাখেন। এম কে আনোয়ার বলেন, অসত্য মিথ্যা তথ্য দিয়ে ৬০ কোটি টাকারও বেশি অর্থ খরচ করা হয়েছে। আইনের কোনো তোয়াক্কা না করে সারা দেশে বাণিজ্যিক বিলবোর্ডের মাধ্যমে মিথ্যাচার করছে সরকার ও আওয়ামী লীগ। তিনি বলেন, শেষ মুহূর্তে সরকার অস্ত্র হিসেবে বিলবোর্ড দখল করেছে। একটি বিলবোর্ডও আইন মেনে লাগানো হয়নি। ভাড়া না দিয়ে দখল করা এসব বিলবোর্ডে ভোট আসবে না। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক সমীক্ষায় শিক্ষার হার ৫৯.৯ শতাংশ হলেও বিলবোর্ডে মিথ্যাচার করে ৬৫ শতাংশ দেখানো হয়েছে। দ্রব্যমূল্যের কোনো বিলবোর্ড চোখে পড়েনি। কারণ দ্রব্যমূল্য দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। সার ও খাদ্য নিয়ে বিলবোর্ডে মিথ্যাচার করা হয়েছে। বিলবোর্ড দখল করা হলেও কোনোটিরই ভাড়া দেওয়া হয়নি। বিলবোর্ডে আইনের শাসনের কথা বলা হয়েছে, অথচ বিলবোর্ড দখল করা হয়েছে, যা বেআইনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এতদিন জনগণকে বিভ্রান্ত করেছে মুখে, আর এখন করছে বিলবোর্ডের মাধ্যমে। সরকার বিলবোর্ডের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জনের কথা বলেছেন, অথচ এ বছর ৪২ লাখ টন খাদ্য আমদানি করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে খাদ্য আমদানি করতে হলো কেন?

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.