আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি আকর্ষণ: সোনাদিয়া দ্বীপ শুধু বিদেশি পর্যটকদের জন্য!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

ইউনাইটেড আরব এমিরেটসের ক্রাউন প্রিন্স রাস আল খাইমাকে ২৫-৩০ বছরের জন্য কক্সবাজারের নিকটবর্তী সোনাদিয়া দ্বীপটি লিজ দিতে যাচ্ছে সরকার। প্রিন্স দ্বীপটিতে ২ হাজের কোটি টাকা বিনিয়োগ করে 'এক্সক্লুসিভ ট্যুরিজম জোন' গড়ে তুলবেন। দেশের পর্যটন খাতে এই বিদেশি বিনিয়োগ সুখবর হলেও ভয়ঙ্কর কথা যা বলা হচ্ছে তা হলো- সোনাদিয়া দ্বীপটি শুধু বিদেশি পর্যটকদের জন্য নির্ধারিত থাকবে! অর্থাৎ আপনি-আমি ওখানে বেড়াতে যেতে পারব না! অনেকটা কিউবার গুয়ানতানামো বে-এর মতো, যা কিউবার হলেও আমেরিকার দখলে। সেখানে আমেরিকানরা যা খুশি তা করছে কিন্তু কিউবার কিচ্ছু করার নেই। অবশ্য সোনাদিয়া দ্বীপের লিজের উদ্দেশ্য ভিন্ন হলেও এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না যে বাংলাদেশের ভূখন্ডের একটি অংশে বাংলাদেশিদের প্রবেশাধিকার থাকবে না! এটা একজন বাংলাদেশির মৌলিক অধিকার হরণ। সেই পর্যটন জোনে একজন বিদেশি যেতে পারলে কেন আমরা যেতে পারব না? নিজ দেশেই কি আমরা পরবাসী হবো? না, এটা কোন ভাবেই হতে দেয়া যায় না! যদি সত্যিই সোনাদিয়া দ্বীপটি শুধু বিদেশি পর্যটকদের জন্য নির্দিষ্ট রাখা হয় তবে অবশ্যই আমাদেরকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে হবে। আর যাই হোক, পর্যটন খাতের উন্নয়নের নামে আমরা দেশের মধ্যে বিদেশ চাই না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.