লাঙল ধরা কৃষক আমি
ফসল ফলাই ক্ষেতে
ফলন ভালো হলে সবাই
উঠবে জানি মেতে।
সঙ্কট আজ বিশ্বজুড়ে
দৈনন্দিন খাদ্যে
কে কে যাবি ফের মাঠে চল
বিতর্কটা বাদদে।
২
আজ খুব ভোরে
ভেঙে গেলো ঘুম আযানে
হাঁটতে বেরোলাম
নামাজ পড়ে বাগানে।
ফসলের ক্ষেত ভরে
আছে সোনা যার
সূর্যটা আভা দেয়
চোখে মুখে তার।
কৃষকের হাসিতে
উজ্জ্বল দেশময়
এতসুখ ছিল কি
ওরা ছিল যে সময়?
কৃষক ফলায় কষ্ট করে
ফসল উঠতো আরেক ঘরে
মহাজনী মাতবর
কিছুটা ফসল চুরি যায় যদি
ভরে যেত নৌকা, মাছের নদী
পাহাড়া দিত রাতভর।
এখন শ্রমিক পাচ্ছে ভাতা
কিংবা ডিজেলের দাম
তবু কেন ঘোচে না
এই সরকারের বদনাম?
বোঝে না মানুষ কে ভালো আর
মন্দ মানুষ কারা
সবাই ভাবে তারাই খারাপ
ক্ষমতায় থাকে যারা।
সহজ সরল মানুষগুলিরে
নাচায় ওরা রাজনীতিবিদ
মিডয়াগুলো সমস্বরে
গাইছে চোরের বন্দনা-গীত।
চোরেরা ভাবে সামলে দিবে
অপরাধের মাত্রা
ওসব স্বপ্ন আর দেখো না
শুরু দুদকের যাত্রা।
যতো খুশি গালি দিক ওরা
নেতাদের চামচা
আমরা কৃষক তোমার সাথে
কোমরে বাধা গামছা।
একটা চোরও যেন পায় না ছাড়া
এই আমাদের দাবি
আমাদের ভাষা কেড়ে নিয়ে ওরা
বলে সব হাবিযাবি।
জনগণ আর জাতির নামে
যা যা কিছু ওরা বলে
ওসব সবই ওদেরই কথা
পায় না শোভা আমাদের গলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।