http://www.paybox.me/r/rihan
অসংখ্য বিরাট, শুভ্র শ্বেত-পাথরে মোড়ানো এক প্রকান্ড প্রাসাদের
চৌ-কাঠা সদর-দরজা পেরিয়ে,
সবুজ ঘাসে আবৃত হয়ে সবুজ গালিচার মত শুয়ে শুয়ে চলে যাওয়া এক বাগিচার বুক চিরে,
তুমি আমি খালি পায়ে হাত ধরাধরি করে চলে গিয়েছিলাম এক শাণ বাঁধানো পুকুর ঘাটে,
যেখানে সূর্যের আলো আড়াল হয়ে গিয়েছিলো--
পুকুরের পাড় ধরে ধরে গজিয়ে ওঠা নাতি-দীর্ঘ তালগাছেদের নুইয়ে পড়া তাল পাতাদের ছায়ায়,
সেই তালাপাতার ছায়ায় আচ্ছাদিত সেই শাণ বাঁধানো পুকুর ঘাটের
ছোট্ট এক কোণায় বসে--
আমি উন্মত্ত, পলকহীন চোখে তাকিয়েছিলাম তোমার পানে--
এমনই এক অনন্ত মধুর স্বপ্ন-দর্শন শেষে হৃদয় উপচানো
আহ্লাদের বর্শীভূত হয়ে দিশেহারা উন্মাদের মতো আমি ছুটে গিয়েছিলাম তোমার কাছে---
তুমি শুনে কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে ছিলে কিছুক্ষণ, তারপর
ঠোঁটের কোণায় ঈষৎ নির্লিপ্ত এক হাসি ঝুলিয়ে বলেছিলে--
এ তো স্বপ্নই; স্বপ্ন কখনো বাস্তবের সীমানা অতিক্রম করে না;
করেও নি;
তোমায় নিয়ে প্রকান্ড কোন প্রাসাদের সদর-দরজা পার হওয়া হয়নি;
হেঁটে যাওয়া হয়নি আমাদের খালি পায়ে--
সবুজ গালিচা বিছিয়ে চলে যাওয়া কোন বাগিচার বুক ঘেঁষে ঘেঁষে;
কিংবা তালপাতার ছায়ায় শাণ-বাঁধানো পুকুর ঘাটের ছোট্ট কোন কোণায় বসে তোমার পানে চেয়েও থাকা হয়নি বহুক্ষণ;
অনন্যোপায়ী আমি জন্মাবধি জীবন সুতোয় ঝুলতে ঝুলতে অনন্ত সংগ্রামের পর অবশেষে যখন বুঝে উঠালাম--
বড় জীর্ণ, অতি শীর্ণ সে জীবন-সুতো;
অবচেতন মনে দেখে আসা আমাদের স্বপ্নগুলো বড় বেশী স্থূলকায়,
জীবন সুতোর শীর্ণতায় তারা বড় বেশী বেমানান--
তখন দেখি তুমিও স্বপ্ন হয়ে গেলে,
অদ্যাবধি থেকে থেকে ঝুলতে থাকা আমায় সেই জীবন সুতোয় ঝুলন্ত রেখেই তুমিও স্বপ্ন হয়ে হারিয়ে গেলে একদিন;
অনন্তকালের লাগি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।