আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ লুকানোর ব্যর্থ চেষ্টা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সরু পথ জুড়ে বধূ ঘোমটা ঐ সবুজ গাছের পাতায়; থমকে দাঁড়ানো সেখানে যেন পুনরাবৃত্তির বিস্তৃতি। প্রাংশু হিল্লোল – মন থেকে নির্গত হয় এবং সেই ঘিরে রাখে, আবরণে আচরণে তাই সুরক্ষিত প্রাণ, ঘোমাটার ছায়ায় শীতল সুখ; তবুও হারিয়ে যাবার সেই ভয় রন্দ্রে রন্দ্রে সুর সুরি দেয়... তার কোন মাধ্যম লাগেনা - সঞ্চালনে। ... সেই সে হারিয়ে যাওয়া হলো অত্যাচারি ব্যস্ত সময়ের নিরঙ্কুশ বাধ্যবাধতা, সেখানে না চাওয়া প্রতিযোগীতায় আরোপ্য সন্তরণ - জীবনকালে; ঘোমটার মাঝে লাভ নেই তাই নিজ থেকে নিজে মুখ লুকালে। ২৯/০৫/০৮ ছবিঃ তোলা এবং কাটাকূটি তে মামুন ম. আজিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।