আমাদের কথা খুঁজে নিন

   

বেওয়ারিশ আলু

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
ঘটনা: ঘটনাটা কয়েকদিন আগের। সন্ধার দিকে বউ আর এক বন্ধুকে সাথে নিয়ে গিয়েছিলাম সিউলের সস্তা কাচাবাজার চংইআংনি। কাজের চাপে সচারচর ওখানে যাওয়া হয়ে ওঠেনা, বাসার কাছের বাজারেই কাজটা সেরে ফেলি। আমরা মাছ, শাক সব্জি, টুকটাক আরো কিছু কেনাকাটা করে সোজা ডরমে চলে আসি মাছগুলো প্রসেসিং করার জন্য। যাইহোক ২/৩ ঘন্টা আড্ডা দিয়ে বাসায় ফিরে খেয়াল করলাম, এক প্যাকেট আলু অতিরিক্ত।

আমরা তো কিনিনি, ভাবলাম নিশ্চই বন্ধুটি কিনেছে। ফোন করলাম তাকে, আলুর প্রাপ্তি সংবাদ দিতে। সেও আলু কেনেনি, তাহলে নি্র্ঘাত অন্য কেউ আমাদের জিনিসগুলোর সাথে টেবিলের উপর আলু রেখেছিলো আর আমরা তা নিয়ে এসেছি। পরদিন সকালে ডরমে যথাস্হানে চুপচাপ আলু সম্প্রদান করে আসলাম, আশা প্রকৃত মালিক খুজে পাবে তার হারিয়ে যাওয়া ধন। এরপর ব্যাপারটা প্রায় ভুলেই গেছি।

দূর্ঘটনা: খুব সিরিয়াস মুডে আজ দুপুরে বউ বললো -ওগো আমাদের একটা ভুল হয়ে গেছে। -কি? -আলুর প্যকেট টা আমাদেরই ছিলো, ঐ ঘটনারও একদিন আগে কেনা। বাসায় আনার পর প্যাকেট গুলো একসাথে মিশে যাওয়ায় এই বিপত্তি। বেশ কিছুক্ষণ চুপ থেকে দুইজনই হাসতে শুরু করি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।