চাষোপযোগী সৈকতে ক্ষণকাল
আমার অন্তর্ধানে যদি-
তোমার একখানা তিলকও বিধুর হয়
সহাস্যে পূর্ণেন্দুকালে
বিরহের রামকেলি ভুলে
শবযাত্রায় ডুবাবো নীরস কলেবর।
তিলসম রোদনের ভার যদি নাও
সমন জারির করুন বেলায়
মহাপঙ্কের দায় নেবো উন্মুখ প্রপতনে
প্রভঞ্জনে ছড়াবো তোমার
বিবৃত করুণাবিভা নিদারুণ সমবেদনায়।
শত উপেক্ষা মরমের বরাতে
অযাচিত প্রানের পতনে
হয়ে যাবে বিবর্ণ ম্লান,
সে ঘৃণাময় বাণী যদি বলো একবার
শঠতায় ভালবাসি অম্লান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।