reaz.shahed@gmail.com
প্রিয় ব্লগাররা, সপ্তাহব্যাপী জরিপে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি; আপনাদের করা শতাধিক মন্তব্য জরিপটিকে স্বার্থক করেছে।
জরিপে মোট ৪৫টিমাসুদ রানার নাম উঠে এসেছে; ফলাফলে অবশ্য তেমন কোনো চমক নেই, পূর্বপ্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ ৩৬ জনের ভোট পেয়ে সেরা রানা হয়েছে "অগ্নিপুরুষ"। ১০ ভোটের ব্যবধানে দ্বিতীয় সেরা রানা হয়েছে "আই লাভ ইউ ম্যান"। তবে তৃতীয় হওয়া "সেই উ সেন" বিস্ময়করভাবে অনেক কম ভোট পেয়েছে (১১)।
জরিপ শেষে দেখা যাচ্ছে, নির্বাচিত হওয়া ৪৫টি রানাই সেরা দশে চলে এসেছে, কারণ বেশ কটি রানা সমান সংখ্যক ভোট পেয়ে যুগ্মভাবে স্থান দখল করেছে। নিচে এই ৪৫টি রানার নাম ক্রমানুসারে দিয়ে যাচ্ছি-
১. অগ্নিপুরুষ- ৩৬ ভোট
২. আই লাভ ইউ ম্যান- ২৬ ভোট
৩. সেই উ সেন- ১১ ভোট
৪. ভারতনাট্যম- ৬ ভোট
৫. সংকেত- ৬ ভোট
৬. চারিদিকে শত্রু- ৫ ভোট
৭. নীল আতংক- ৪ ভোট
৮. বন্দি গগল- ৪ ভোট
৯. পালাবে কোথায়- ৩ ভোট
১০. পাগল বৈজ্ঞানিক- ৩ ভোট
১১. শান্তিদূত- ৩ ভোট
১২. মুক্ত বিহঙ্গ- ৩ ভোট
১৩. স্পর্ধা- ৩ ভোট
১৪. আমিই রানা- ৩ ভোট
১৫. হ্যালো, সোহানা- ৩ ভোট
১৬. . প্রতিদ্ধন্দ্বী- ২ ভোট
১৭. লালপাহাড়- ২ ভোট
১৮. তুষারযাত্রা- ২ ভোট
১৯. সন্ন্যাসিনী- ২ ভোট
২০. বিস্মরণ- ২ ভোট
২১. শ্বেত সন্ত্রাস- ২ ভোট
২২. এখনও ষড়যন্ত্র- ২ ভোট
২৩. দুর্গম দূর্গ- ১ ভোট
২৪. সাউদিয়া ১০৩- ১ ভোট
২৫. অগ্নি শপথ- ১ ভোট
২৬. দংশন- ১ ভোট
২৭. ধ্বংস পাহাড়- ১ ভোট
২৮. সতর্ক শয়তান- ১ ভোট
২৯. মাফিয়া- ১ ভোট
৩০. বিদায় রানা- ১ ভোট
৩১. পাশের কামরা- ১ ভোট
৩২. চ্যালেন্জ- ১ ভোট
৩৩. কু উ উ- ১ ভোট
৩৪. মূল্য এক কোটি টাকা মাত্র- ১ ভোট
৩৫. নীলছবি- ১ ভোট
৩৬. বোস্টন জ্বলছে- ১ ভোট
৩৭. স্বর্ণতরী- ১ ভোট
৩৮. কালপুরুষ- ১ ভোট
৩৯. স্বর্ণমৃগ- ১ ভোট
৪০. আক্রমণ- ১ ভোট
৪১. অন্ধপ্রেম- ১ ভোট
৪২. জিপসি- ১ ভোট
৪৩. পপি- ১ ভোট
৪৪. টার্গেট নাইন- ১ ভোট
৪৫. চাই সাম্রাজ্য- ১ ভোট
সবাইকে আবারও ধন্যবাদ, অনেক অনেক। আসুন সাহসী হই আমরা, রানার মতো।
[ বিশেষ দ্রষ্টব্য: এই জরিপে আপনাদের প্রাণবন্ত সাড়া লোভী করে তুলেছে আমাকে; উদ্বুদ্ধ করছে আমাদের সবার প্রিয় তিন গোয়েন্দা কে নিয়ে একই ধরনের আরেকটি জরিপ চালাতে! আপনাদের মন্তব্য আশা করছি। ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।