লোকে বলে নামে যমে টানে। যমে না টানলেও নামের জন্য অনেক সময় বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয় বটে।
১। আমাদের এক বন্ধুসম বড় ভাই তাঁর পুরো পরিবার নিয়ে যাচ্ছিলো কানাডাতে। ইমিগ্রশনে অফিসার কি সব দেখলো কম্পিউটারে তারপরে কিছু বোঝার আগেই উনাকে কোন কথা না বলতে দিয়ে সপরিবারে ইমিগ্রশনের বন্দি সেলে আটকে রাখলো।
খুব অমায়িক এবং খুবি ভদ্রলোক তিনি। উনাকে যখন জেরা করা শুরু করলো তখন জট খোলার চেয়ে আরো প্যাঁচ লাগতে লাগলো। পুলিশ এবং গোয়েন্দারাতো মোটামুটি নিশ্চিত যে তাঁরা শেখ মুজিব হত্যার আসামী মহিউদ্দিন কে ধরেছে! কিন্তু আসলে নামের মিল তার উপরে পেশাগত মিল থাকায় সমস্যাটা হয়েছিলো। বাংলাদেশ থেকে ফ্যাক্স পাঠিয়ে বলতে হলো যে উনি সেই মহিউদ্দিন না। তারপরে ৪৮ ঘন্টা পর উনি সপরিবারে মুক্তি পেলো।
ছোট ছোট তিন বাচ্চা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে নামের মিল থাকায়।
২। আমি এই ব্লগে খুব বেশিদিন না। তিন মাসের মত। আমার নামের সাথে হুবুহু মিল নাথাকলেও অনেক ব্লগার এবং পাঠক মনে হয় অন্য বেশ কিছু ব্লাগার সাথে মিল খুঁজে পায়।
ব্লগে ঢোকার কয়েক দিনের মধ্যেই। অন্য এক ব্লগার আমাকে গালি দিলো। আমিতো অবাক। গালি দেয়ার মত আমি কি লিখলাম? মন্তব্যকারী ভুল বুঝতে পরে ক্ষমা চাইলো। বললো আমি ভেবেছিলাম আপনি........ নামের ব্লগার।
আবার অনেক সময় আমাকে অন্য ব্লাগার মনে করে দেখা গেলো লেখাই পড়লো না! আমি জানি গালিটা আমাকে দেয়া হয়নি। কিন্তু মন্তব্যকারীর ভুলটা ভাঙানো খুবি জরুরী ছিলো আমার জন্য কারণ আমি ব্যক্তিগত ভাবে রাজাকার পছন্দ করিনা অথচ আমাকে রাজাকার উদ্দেশ্য করে গালি দেয়া হয়েছিলো। একেতো গালি তার চেয়ে বড় রাজাকার মনে করা। আমার গা কেমন যেন ঘিন ঘিন করছিলো।
প্রিয় পাঠক এবং ব্লগাররা আশাকরি আপনারা নামের মিল দেখে আমাকে যমের ঘরে পাঠাবেননা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।