ভেবেছিলাম সবই সহজ,
সহজ মনের নিয়ন্ত্রণ ।
সেই ভাবনা আসে রোজরোজ
কারো কারো সাথে বন্ধন ।
দূর হতে কেউ বিশ্বাসে
আর প্রতিজ্ঞায় আস্থা নিয়ে
অপেক্ষার দুঃসহ আশ্বাসে
ভালবাসা যায় দিয়ে ।
মানব মনের গহীনে লুকিয়ে
রেখে কিছু কথা
কিছুদিন,তারপর সময় করে
ভুলে যায় সব ব্যথা । ।
।
নতুনত্বে আত্মহারা,
চাকচিক্যময় নর্দমা
কখনোই দুর্গন্ধ ছড়ায়না
তা ভেবোনা,ভুলেও ভেবোনা । ।
বিরহীনি অথবা সর্পিনী
পতিতা অথবা নগ্নতা
কলঙ্কিনী অথবা মহীয়সী
কেউ না আসল,
নিত্ত পরিবর্তনশীল দেহপূজারী
শিল্পের নামে ঢেকে রাখে । ।
মাঝে কিছুদিন সত্য উঁকি দেয় । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।