আমাদের কথা খুঁজে নিন

   

গেসবল ৭: ওয়াই-টু-কে প্রবলেম

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

হায়দার তার তিন বন্ধুকে নিয়ে দুবাই ঘুরতে গিয়েছিল ১৯৯৯ এর ডিসেম্বরে, উদ্দেশ্য নিউ মিলেনিয়াম, নিউ ইয়ারস ইভে চুটিয়ে মজা করবে। দুবাই গিয়ে ওদের ভাগ্য এত ভাল ছিল যে এমন ব্যস্ত সময়েও পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল আল-বুরুজের ১০০ তম তলায় ওরা রুম পেয়ে গেল। তিনবন্ধুর মজা আর দেখে কে? স্যান্ড স্কি, বীচ সকার, ক্যামেল রাইড, শপিং, লংড্রাইভ --সবমিলিয়ে অসাধারণ সময় কাটছিল ওদের। সেদিন ছিল ডিসেম্বর ৩১, ওরা হোটেল থেকে বের হয়ে গেল সন্ধ্যার দিকেই। সারারাত মজা করবে ভেবেছিল, কিন্তু হোটেলের ফ্রন্টে থাকা সার্ভিসের লোকটা ওদের বারবার করে বলে দিল যে অবশ্যই রাত ১২ টার আগে আসতে হবে।

কারণ,'ওয়াই-টু-কে' প্রবলেম হতে পারে বলে সেদিন রাত বারটা থেকে সকাল ছয়টা হোটেলের সব ইলেক্ট্রিক সিস্টেম বন্ধ থাকবে। হায়দার আর তার বন্ধুরা সানন্দে মাথা নেড়ে বের হয়ে গেল। কিন্তু কে শোনে কার কথা! সারারাতের মজা, নিউ ইয়ার কাউন্টডাউন শেষে ওরা হোটেলে ফিরল রাত বারটা চল্লিশে। ঘুটঘুটে অন্ধকার, সব লিফট বন্ধ। শুধু লবিতে কয়েকটা মোম জ্বলছে, আর সিঁড়িতেও জ্বলছে।

হিটার না থাকায় লবিতে ঠান্ডাও লাগছিল খুব বেশী। ওরা সিদ্ধান্ত নিল যা থাকে কপালে, হেঁটে হেঁটেই রুমে চলে যাবে, তারপর ঘুম! সিঁড়ি ভাঙা শুরু করল ওরা, ১০, ২০ ,৩০ ... এভাবে ৬০ তলা উঠে গেল। কিন্তু আর পা চলেনা যেন! সবার অবস্থা শোচনীয়। এমন সময় হায়দার বলল, 'আমরা যাতে মানসিক প্রেসারটা অনুভব না করি, সেইজন্য আয় সবাই একটা একটা কইরা ভুতের গল্প শুনাই, আর সিঁড়ি ভাংতে থাকি। ' ভাল আইডিয়া, সবাই পছন্দ করল।

ভুতের গল্পে জমে থাকতে থাকতে ওরা খেয়ালই করলনা কখন ওরা ৯৯ তলায় চলে আসল। গল্পবলিয়ের পালাবদলে ঠিক এই সময়ে হায়দারের পালা আসল গল্প বলার। সে খানিকটা দম নিয়ে বলল, 'দোস্তরা আর তো একতলা! এরপরই তো আমগোর গল্প বলা শেষ। এখন আমি তোগোরে এমন ভয়ের গল্প শুনামু যে তোগো সবার হাত-পা ভয়ে শক্ত হয়া যাইব কইলাম। শুনামু?' সবাই সমস্বরে বলল, 'ক, ক।

' গেস করেন হায়দার কোন ভুতের গল্প বা হরর সিনেমার গল্পটা বলছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.