আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের হেঁয়ালী



পরীক্ষার খাতায় উত্তর লিখতে হবে এটা স্বাভাবিক। কিন্তু আমার কিছু অস্বাভাবিক ঘটনার কথা বলবো বলেই এই ব্লগটা লেখা। তার আগে আমার হেয়ালীর জন্য আগে এববার সবাই হেসে নিন। পরে কিন্তু আমাকে পাগল বলা চলবে না। ঘটনা ১ পরীক্ষা দিতে যাওয়ার সময় মা বলে দিলেন সব প্রশ্নের উত্তর দিবি আর সবার পরে বের হবি।

পথে আমার সহপাঠি কণার সাথে দেখা ওর কেমন যেন একটু মন খারাপ। আমি বললাম ঘটনাকি? ও বলল যে ও পাশ করতে না পারলে ওর মা বকা দেবে। আমি জানতে চাইলাম পাশ করতে কত নম্বর পেতে হয়? ও বলল- তেত্রিশ। আমাকে আর পায় কে? মার একটা কথা রেখেছিলাম। সেটা সবার পরে রুম থেকে বের হওয়া।

অন্যটা রাখতে পারিনি। আমি পাশ নম্বর তুলে অর্থ্যাৎ গুনে গুনে তেত্রিশ নম্বরের পরীক্ষা দিয়ে আর কিছু না লিখে পরীক্ষায় খাতায় মা সরস্বতীর ছবি আকঁতে বসে ছবি শেষ করার আগেই স্যার খাতা কেড়ে নিল। বাসায় ঘটনাটা বলে খেলাম আচ্ছামত ঝাড়। ঘটনা ২ এই ঘটনাটিও পরীক্ষা নিয়ে। পরীক্ষায় প্রশ্ন পড়েছে- রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? আমি মনে মনে ভাবলাম ফাঁক তো থাকেই তা আবার প্রশ্নে দেওয়ার কি দরকার? আমিও উত্তর লিখলাম রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় এটা আর নতুন কি? অনেক আগে থেকেই রাখা হয়।

বড় বড় রেল লাইন টানার জন্য কোন গাড়ি ছিল না মানে আগে রেল লাইন তৈরি করা হয় পড়ে রেল। তাই রেল পথ টানার জন্য অতবড় গাড়ি না থাকায় রেল লাইন কেটে কেটে ছোট ছোট করে গাধার পিঠে করে আনা হয়েছিল। এবং তা একের পর এক বসানোর কারনেই রেল লাইনের মাঝে আগের থেকেই ফাক রয়ে গেছে। ০৪.১২.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।