আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের খেলাঘর

..

পথের প্রতিটি মোড়ে জীবন বদলে যায় প্রতিটি বাঁকের শেষে ভিন্ন হয় জীবনের মানে। তুমি ডাকলেই রামধনু-রং প্রজাপতি হয়ে যাই ফুলে ফুলে দিয়ে যাই আনন্দের চুমকুড়ি ; একটি আদুরে চড়ুই-ছানা এখানে ওখানে টুক্‌ টুক্‌ তুলে নিই আনন্দের খাদ্যকণা ; বর্ষার ময়ুরী- নেচে যাই –অরণ্যের আনন্দ-উৎসবে । তুমি ডাকলেই- ভুলে যাই-দৈনন্দিন কর্মযজ্ঞ তুচ্ছাতিতুচ্ছ এই জগৎ-সংসার, যতবার পিছু ডাকো নির্দ্বিধায় সব ফেলে ছুটে আসি । তুমি ডাকো তাই ফিরে আসি ; শুধু তোমাকে পাইনা ফিরে। হতাশারা পাখীর পালক হয়ে ঝরে ঝরে পড়ে। আমার শৈশব- তুমি কত দূরে আজ? কোথাও রাখনি লিখে ঠিকানা তোমার তবু বার বার হাতছানি দিয়ে ডেকে যাও উন্মনা করো–উতরোল করো। আরো একবার যদি খুঁজে পাওয়া যায় শৈশবের সেই ছোট খেলাঘরখানি—- মায়ের পুরানো শাড়ীর আঁচল জড়ানো একটি কড়ির পুতুল তুলে নেবো শুধু। কতকাল——— মায়ের আঁচলে– কান্না মুছিনি আমি!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।