(কৃতজ্ঞতা: শুভ ,ঝরু ভাই ,রিফাত হোসেন ,সাবি্বর, চোর )
"ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে কানা বগীর ছা.
ও বগী তুই খাস কি পান্তা ভাত চাস কি
পান্তা আমি খাইনা পুটি মাছ পাইনা"
"হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটু শিং
তারা হাট্টিমাটিম টিম।"
"আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি
দুই ধার উচুঁ তার ঢালু তার পাড়ি।"
"বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা
বউ সাজঁবে কালকে
চড়বে সোনার পালকে"
"টুইংকেল টুইংকেল লিটল ষ্টার
হাও আই ওয়ান্ডার হু ইউ আর."
"সফদার ডাক্তার মাথা ভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে.."
"আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই।"
"বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে
আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা"
"আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা"
"বাবুই পাখিরে ডেকে বলিছে চড়াই
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।"
"আমপাতা জোড় জোড়া
মারবো চাবুক পরবে দোরা
ওরে খুকু সরে দাড়া
আসছে আমার পাগলা ঘোড়া"
"নোটন নোটন পায়রাগুলো ছোটন বেধেছে
ঐ পারেতে ছেলেমেয়ে নাইতে নেমেছে"
"হাসেম ভাই হাতি চড়ে
বাঘ ভালুক শিকার করে"
"হাসি বলে হাসা
হাসা বলে হাসি
এই বলে হাসা হাসি
করে হাসা হাসি"
"এক থলি কৈ মাছ
এক থালা দৈ
তাই নিয়ে কাড়াকাড়ি
এত হৈ চৈ"
"চাঁদ করে ঝকমক
কাঠ কাটে ঠক ঠক
গরু নাড়ে দুটি শিং
ঢোল বাজে ডিং ডিং"
"ঝক ঝকা ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে ওই
ট্রেন চলেছে ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই।"
"চাদ উঠেছে ফুল ফুটেছে
কদম তলায় কে?
হাতি নাচছে ঘোড়া নাচছে
খুকু মণির বে।"
"বাঁশ বাগানের মাথার উপর চাদ উঠেছে ঐ
মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই"
"আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
এত ডাকি তবু কেন
কয়না কথা বউ।"
"ছেলে ঘুমালো পাড়া জুড়ালো
বগি এলো দেশে
বুলবুলিতে ধান েখয়েছে
খাজনা দেবো কিসে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।