আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
কচুরীপানায় আমার শৈশবের গন্ধ
কাদা মাখামাখি গোল্লাছুট
ছুট ছুট ছুট
এক ছুটে মিঠে পুকুর পাড়
কচুরীফুলের বেগুনী মায়ায় আমার প্রজাপতি শৈশব।
লাল-সাদা করমচার টক বিস্বাদ
বনে বাদারে অদম্য ছুট
ছুট ছুট ছূট
এক ছুটে বেথুল বাগান
কাঠবাদামের বুনো গন্ধে আমার কাঠবেড়ালী শৈশব।
কলমীর খালে ভেসে চলা ডিঙি
দুধারে স্বপ্ন সন্তরণের ছুট
ছুট ছুট ছূট
এক ছুটে রুপসা নদী
স্রোতে ভাসা মোচার ভেলায় আমার দুরন্ত শৈশব।
খাল পাড়ের হাটে ঢাকাই বায়স্কোপ
লাল নীল বেলুনের ছূট
ছূট ছুট ছূট
এক ছুটে নাটাই ঘুড়ি
বিস্মৃতির মেঘমেদুরে আমার বোকাট্টা শৈশব।
ছূট ছুট ছূট
ছূটে চল সময় ডুব সাঁতারে পানকৌড়ির পেছনে
আমি ছুঁতে চাই
আমার শৈশবের গন্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।