আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের দিনগুলি

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

কলার খোলে খেলনা সাজাই রান্না ভাতে বালি ছিটাই মিছেমিছি চাবুক শানাই সারাটাদিন খেলা, ধুলো দিয়ে আবাস গড়ি রান্না বান্না মাটির হাঁড়ি দোকান সাজাই সারি সারি জমাই কত মেলা । টিপ কপালে বধু সাজাই আমার আটিতে বংশি বাজাই রাজায় প্রাজায় যুদ্ধ বাধাই নানান রকম হেলা, কানামাছি গোল্লাছুটে ডাকাত সাজি অর্থ লুটে ছোঁচা হয়ে পাতিল চেটে খাই যে মাটির ঢেলা । ফরিং নিয়ে কাড়াকাড়ি আলা বোলায় মারামারি সারাটা দিন যাইনি বাড়ি যায় যে কেটে বেলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।