আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের দুঃখগুলো

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

আমার শৈশবের দুঃখগুলো প্রতিভোরে, সন্ধ্যায় পেলব মাতৃস্নেহের মতো স্পর্শের সুগন্ধি ছড়ায়। অনেক দূরের শৈশব আগামীর পায়ে পায়ে অন্তরঙ্গ ছায়ার মতো নীরবে হেঁটে চলে সুমধুর সময়ের ছন্দে।

আমার দুঃখিনী মা আজও ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছেন কুটিরের কোণা ধরে কোটরাগত চোখে। বাবার মাথায় দুঃখের ঝাঁপি, চোখে তাঁর ভবিষ্যতের ফুল উজ্জ্বল হাসে। শৈশবের দুঃখকে ভোলা যায় না। শৈশবের দুঃখের উপর দাঁড়িয়ে শণের চালঘরে অবিরাম গড়ে ওঠে অনাবিল সভ্যতা। আমার দুঃখেরা অমর সঙ্গীতে দুলে ওঠে শৈশবের আড়িয়াল বিলে, তার নরম জলবিছানায় নিবিড় ঘুমিয়ে পড়ে বিনম্র ঢেউগুচ্ছের অকাতর মূর্ছনায়।

এসব শৈশবসঙ্গী দুঃখের উপর নিয়ত ভেসে থাকি- কপোলে, গ্রীবায়, শার্টের কলারে সুক্ষ্ম লিপস্টিকে স্ত্রীর প্রেমচিহ্ন গাঢ়তর সুখের মতো বেদনা জাগায় বিষম দূরভূঁইয়ে। সন্তানদের দেখি- একটা 'আমি' থেকে তিনটা ক্লোনের মতো তিনটা দেহাংশ কী অদ্ভুত আনন্দে আন্দোলিত হয় আলাদা আলাদা সত্তায়। আমার শৈশবের দুঃখগুলো রক্তে রক্তে ভেসে ভেসে ভাগ হয়ে যায়। আমার শৈশবের দুঃখগুলো রক্তে রক্তে সোনাবীজ বোনে। শৈশবের দুঃখ শেষ হতে নেই।

শৈশবের দুঃখ সলতের মতো জীবন জ্বেলে রাখে। শৈশবের দুঃখকে ভুলতে নেই; যেদিন ভুলে যাবে, জেনে রাখো, ঝিমুতে থাকবে, কুপির শেষআলোর মতো এরপর দপ করে নিভে যাবে। শৈশবের দুঃখকে ভুলতে পারবে না; শৈশবের দুঃখ জীবনামৃত, এক হিরন্ময় সুখ। আমার শৈশবের দুঃখগুলো, হে আমার অলঙ্ঘ্য সঙ্গীরা, তোমাদের স্বর্ণচরণে চির অবনত শির তোমরা আমাকে দুঃখ দাও নি কখনো আমাকে অজর অর্ঘ্য দিয়েছো অক্ষয় আগামীর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।