যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। আজ সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে।
শিবিরিয় কুত্তাদের মতে আজকের হরতালের দাবী সমূহঃ
১) বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধী দলের আটক সকল নেতা-কর্মীর মুক্তি,
২) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল,
৩) বিরোধীদলের উপর জুলুম-নির্যাতন বন্ধ,
৪) শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ ও শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ,
৫) শিবিরের আটক সকল নেতা কর্মীর মুক্তি,
৬।
“শিবির কর্মীদের দেখামাত্র গুলি”- ডিএমপি কমিশনার বেনজির আহমেদের এই বক্তব্যের প্রতিবাদ ও
৬) জনদুর্ভোগ লাঘবের দাবী
(উল্লেখ্য, গতকাল দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশের অনুমতি চাইলে পুলিশ তা না দেয়ায় আজকের এ হরতাল কর্মসূচী দেয়া হয়)
আসল ঘটনাঃ
১) যুদ্ধপরাধিদের মুক্তি।
২) ক্ষমতার লোভ, দেশের লাভ ক্ষতি ভাবার সময় নাই।
৩) গুন্ডাবাহিনির মত অতর্কিতে পুলিশ ও জনগনের উপরে হামলা এবং আশা সবাই চুপ করে মার খাবে।
৪) শিক্ষাঙ্গনে ত্রাস সৃষ্টি করতে ব্যর্থ হবার প্রতিবাদ।
৫) যুদ্ধপরাধিদের বাঁচাতে গিয়ে ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পরা শিবির সন্ত্রাসীদের মুক্তি।
৬) পুলিশকে খুন যখন করা হবে, এবং পুলিশ চুপ করে থাকবে।
(উল্লেখ্য, এমন জায়গায়, মানে রাজপথে সমাবেশ করতে চাওয়া হবে, যেখানে আসলে দেওয়া সম্ভব নয়। এবং ছুতা বের করে হরতাল দেওয়া হবে। )
এই হচ্ছে শিবির, এই হচ্ছে আসল দাবি।
আজকের তাণ্ডবচিত্রঃ
# বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে জামিলনগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির।
এসময় পুলিশ দুই শিবির কর্মীকে আটক করে। মুহূর্তেই শিবির সংগঠিত হয়ে ধাওয়া দিলে আটক দু’জনকে ছেড়ে দিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
# যশোরের মনিরাম পুরে শিবিরের হালমায় এক পুলিশ কনস্টেবল নিহত এবং অনেক পুলিশ আহত ।
#চোরাগোপ্তা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে জামায়াত ইসলামীর ডাকে হরতাল চলছে।
হরতালের সমর্থনে পিকেটিংয়ের নামে জামায়াত ইসলামী কার্যত নগরীতে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন নগরীর বিভিন্ন এলাকায় দুর্ভোগের মধ্যে পড়া সাধারণ মানুষ। মানবতা বিরোধী অপাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিল এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত ইসলামী বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা এবং সারাদেশে সকাল-সন্ধ্যা এ কর্মসূচীর ডাক দেয়। বিরোধী দল বিএনপি এ হরতালে সমর্থন দিয়েছে।
# রাজধানীর যাত্রাবাড়ী চাইপাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে ম্যাক্সিতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে টায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী ম্যাক্সি থামিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পুলিশ আসার আগেই তারা দ্রুত পালিয়ে যায়।
# ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে টায়ার আগুন দিয়েছে পিকেটাররা। বৃহস্পতিবার হরতালের শুরুতে সকাল সোয়া ৮টায় আগুন দিলে পুলিশ আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনার পর যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় পুলিশের পাশাপাশি র্যাব টহল দিতে দেখা গেছে।
# সিলেটে ঝটিকা মিছিল, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া আর ভাঙচুরের মধ্য দিয়ে জামায়াতের হরতাল শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে নগরীর মদিনা মার্কেটে একটা ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। মদনমোহন এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। হরতালের কারণে সিলেটের আঞ্চলিক সড়কগুলোও যানশূন্য।
তবে, সকাল ৮টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে জামায়াত শিরিব ৬ থেকে ৭টি মিছিল বের করলেও কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
# হরতালের সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মিরপুরে পাঁচটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে পিকেটররা। হরতাল পালনকালে মিরপুর থেকে আটজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা মিরপুর-১০ নাম্বার গোল চক্কর এলাকায় মিছিল বের করে। মিছিল থেকে তারা সময় নিয়ন্ত্রণের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, সাতে ৭টার দিকে শেওড়াপাড়া এলাকায় মিছিল থেকে বিআরটিসির একটিসহ তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তিনজন পিকেটারকে আটক করে। সকাল সাড়ে ৭টার দিকে কাজীপাড়ায় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
# যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে ডাকা জামায়াতের হরতালে রাজধানীর শনির আখড়ায় পিকেটাররা কাঠের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায়। বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টায় রুবেল টিম্বার স’ মিল থেকে কাঠের গুড়ি ও গাছ নিয়ে আগুনে জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে থানা পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং টায়ার ও কাঠ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
# জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতাল চলাকালে কুমিল্লার চান্দিনায় ২টি বাস ভাঙচুর করেছে শিবির কর্মীরা। এ সময় তারা একটি মালবোঝাই ট্রাক মহাসড়কে আড়াআড়ি করে রাখে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
# মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানোর মধ্য দিয়ে পাবনায় শুরু হয়েছে জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল। এদিন সকাল ৬টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর, পুষ্পপাড়া, মাধবপুরসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোঠা নিয়ে অবরোধ করে পিকেটাররা।
# রাজশাহীতে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সকাল পৌনে ৭টা পর্যন্ত মহানগরীর কোথাও কোনো অপ্রীতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল চলাকালে মহানগরীর সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন বিপণী বিতানসহ দোকান-পাট বন্ধ রয়েছে।
# আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল খুলনায় শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবি এবং বুধবার বায়তুল মোকাররমের সামনে সমাবেশের অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার সারা দেশে এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
# আজিমপুর মোড়ে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
# রতালের শুরুতেই বাংলামোটরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
# ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানার সানার পাড়ে একটি কার্গোতে আগুন দিয়েছে পিকেটাররা। বৃহস্পতিবার ভোর সোয়া ৬টায় পিকেটারদের ১০ থেকে ১৫ জনের একটা দল আল রিয়াদ কার্গো সার্ভিস থামিয়ে (ঢাকা মেট্রো-চ ১১৪০১৮) তাতে আগুন দেয়।
পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন জানান, আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলে পিকেটাররা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
# জামায়াত-শিবিরের ডাকা বৃহস্পতিবার হরতালের আগের রাতে সাভারে মহাসড়কে চলাচলরত যানবাহনে অর্তকিত হামলা চালিয়েছে দলটির নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের নিউমার্কেট, মাশরুম সেন্টার, স্বরনিকা, আমিন মার্কেটের সামনেসহ ও বেশ কয়েকটি স্থানে অর্তর্কিত হামলা চালিয়ে অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায় তারা।
প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, “আমার গাড়িটি মেরামতের জন্য রাস্তার পাশে ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন ছেলে মাশরুম সেন্টারের সামনে থাকা লাঠি-সোঠা দিয়ে প্রাইভেটকার, ম্যাক্সি বাস, কোচসহ অর্ধশতাধিক গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে, পুলিশ আসার আগেই তারা রেডিও কলোনীর দিকে চলে যায়। ”
# জামায়াত-শিবিরের ডাকে গাজিপুরে বৃহস্পতিবারের সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সারা জেলা থেকে ৭জনকে আটক করেছে পুলিশ।
এমন একটি জঙ্গি-সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দল, যার অস্তিত্ব প্রতিমুহুর্তে আমাদের সংবিধানকে করছে কলুষিত, এরকম দেশ ও তার সার্বভৌম বিরোধী দলকে নিষিদ্ধ করা হোক। বন্ধ করে দেওয়া হোক তাদের সকল কার্যক্রম...... বাংলার মাটিতে জামায়াত শিবির চলবেনা, চলতে পারেনা.... অচিরেই নিষিদ্ধ করা হোক জামায়াতকে... আওয়ামিলীগ যদি নোংরা রাজনীতির পাকে পড়ে নিষিদ্ধ না করে, আওয়ামিলীগ কোনদিনও বাংলার মানুষের ক্ষমা পাবেনা...
দেশকে যুদ্ধের আবহে নিয়ে যাওয়া দল, এই দেশে থাকতে পারেনা, এরা দেশদ্রোহী.. এরা তাদেরই দোসর, যারা একাত্তুর চায়নি, বায়ান্ন চায়নি.. চায়নি মুজিব বেঁচে থাকুক... চায়নি বাংলা বেঁচে থাকুক, বাংলা ভালো থাকুক..... জামায়াত-শিবিরকে নিশ্চিন্হ দেখতে চাই...
প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে.... আমি যাবো... রাজাকারদের শেষ করতে.... তবু এই বাংলার মাটিকে একাত্তুরের কলংক বয়ে বেড়াতে দিবোনা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।