আমাদের কথা খুঁজে নিন

   

নিজের বিম্ব

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

বৃষ্টির শব্দ শুনে মেশিন কে অভিশাপ দেই ! তারা ভরা আকাশের নিচে নগ্ন দেহে আদিম হতে ইচ্ছা করে - মানুষ আমি -আমার অন্তর্গত নগ্ন আদিম মানুষ তারার আলো ছুঁতে চায় ! নক্ষত্রের জোনাক জাগা আকাশে গায়ে নক্ষত্র মেখে ম্লান শুয়ে থাকো যেন অবিস্মরনীয় অবিরল অগ্নিময় চারুলেখা তুমি ! এটা কি "বিপন্ন বিষ্ময়"? গবেষণার বিষয়!! কবিতায় আছড়ে পরে বিলম্বিত বোধ ! তোমার জলের শরীর ছুঁতে গিয়ে আমি নিজে কেন বরফ হয়ে যাই ? ঊজাগড় রাত , জোছনার রাতের স্প্‌ন্দন র্‌ক্ত আর হাড়ে আল্পনা আঁকে । সম্‌ন্তরাল বোধ - একদিন তো আর থাকব না ! বৃষ্টির জল ডোবা জীবন যেমন শালিখের, দোয়েলের সেতো ঢের প্রাকৃতিক ভালো ! এই বোধ কানে কানে নাস্তিক হতে বলে !! অই সাহস আর হয়ে উঠেনা । অজ্ঞাবাদী, নির্ভূল স্তোত্র পান করি নিরূদ্দেশের, মানবিক কনক্রিটের পল্লাবিত জোড়া দেয়া অশ্বত বৃক্ষ ! বিবি্ক্ত অস্থিরতায় অনেক রাত উজাগড় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.