সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...
তুমি জন্মেছিলে যে দেশে ;
সে দেশটা আসলে একটা 'ধর্ষনের প্রেক্ষাগার'।
এখানে প্রতিদিন ধর্ষিত হয় তোমার মতো অনেক রাহেলা;বকুল;শিউলিরা।
ধর্ষণই এই দেশের প্রধান বিনোদনের বিষয়! আর সে কারনেই ধর্ষনের রিপোর্ট লিখতে গিয়ে সনামধন্য ছাংবাদিকরা কলম দিয়ে ধর্ষণ করে তোমাদের!
তোমরা চিৎকার করো;কিন্তু সে ধ্বনি পৌছায় না রাষ্ট্র প্রধানের কানে!
কারন তোমার সাথে রাষ্ট্রপ্রধানদের কোনো সম্পর্ক নাই। রাজনীতি-আইনজীবিদের কোনো সম্পর্ক নাই!
তুমি ছিলে গার্মেন্টস কর্মী!তুমি ছিলে শিল্পী। তুমি নির্মান করতে মানুষের সুন্দরকে।তুমি মানুষের শরীর জুড়ে গড়তে মানবিকতা-বাস্তবতাকে!
অথচ তোমোকে প্রতিদিন ধর্ষণ করতো তোমারা মালিক!
তোমার রক্ত চুষে খেতো তোমার মালিক!
আর আমাদের রাষ্ট্রপ্রধানেরা তোমাকে কুকুরের জীবন দিয়ে নিজেরা ভোগ করতো 'মানুষের' জীবন!
তোমর সহকর্মী তোমার স্তন টিপে কুকুরের মতো হাসতো!
রাহেলা; তোমাকে আমার মনে পড়ছে!
তুমি যে ধর্ষিত হয়েছ কিংবা মরে গেছো; সে জন্য আমার কোনো কোন কষ্ট নাই! এ নষ্ট-ভ্রষ্ট দেশ তোমার সাথে এর চেয়ে যে ভালো আচরন করবে না ;তা আমি জানি!
কিন্তু আমার কষ্ট হয় আমার জন্য। ওরা তোমাকে মেরে ফেলতে চেয়েছিলো; কিন্থু তুমি মরতে চাও নি।ওদের সব পাশবিকতার জবাব দিয়েছিলে তুমি জীবনের পক্ষে দাড়িয়ে!
কিন তুমি সম্ভবত জানতে এই বাংলাদেশে তোমার খুনের বিচার হবে না; আর তখনই তুমি তোমার মরে গ্যালে। তোমাকে ওরা মারেনি!
রাস্ট্রপ্রধানদের মুখে থুথু ছিটিয়ে দিয়ে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে মরে যাবার!
তোমার এই অভিমান আর ঘৃনা নিয়ে চলে যাওয়া আমাকে কষ্ট দেয়!
আমার খূব কষ্ট হয় ;যখন আমি আমার চোখে-মুখে লেগে থাকতে দেখি সেই থুথু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।