আমার আমিকে খুঁজি
আমদের সবার এ ব্যাপারে সচেষ্ট হতে হবে আমরা রাহেলাকে বেঁচে থাকার মত একটা পৃথিবী দিতে পারিনি, আজ -আমাদের দায়িত্ব এর সুবিচার নিশ্চিত করা। রাহেলার নিরুপায়,দারীদ্র পিড়ীত মা কেথায় আমরা জানিনা, আমরা কি পাশে এস দাঁড়াবোনা আমাদের আর্ত স্বজনের?
সুপারিশ-১
সকল জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় আমাদের ব্যাক্তিগতভাবে, চিঠিতে , ফোনে ও ইমেইলের মাধ্যমে গুরুত্ব সহ অনুরোধ করতে হবে তারা যেন আইন ও শালিশ কেন্দ্রের পাশাপাশি বিচারকার্য পর্যবেক্ষন করেন, আদালতে উপস্থিত থাকেন, মত প্রকাশ করেন, পত্র পত্রিকায় লেখেন ও উপযুক্ত বিচার দাবি করেন, এবং এ সংক্রান্ত মানবিক সাহায্য প্রদান করেন। তাদের মিলিত কন্ঠস্বর নিশ্চয় সুবিচারে সহায়ক হবে। আমরা সবাই যদি অনুরোধ করতে থাকি তারা নিশ্চয় সক্রিয় হবেন। সামহয়্যারে যারা মানবাধিকার কর্মী তারা আরও পরামর্শ দিন।
বাংলাদেশের কিছু মানবাধিকার সংস্থার ঠিকানা দিচ্ছি , অন্য যারা আরও ঠিকানা ও ইমেইল জানেন দয়া করে পোষ্ট করেন। আন্তর্জাতিক সংস্হা গুলোতে যোগাযোগ করা ও জরুরী। প্রবাসী বন্ধুরা কি এগিয়ে আসবেন?
সুপারিশ-২
একইভাবে যত সম্ভব দেশী ও বিদেশী সংবাদ মাধ্যমে (প্রিন্ট, ইলেকট্রনিক ও টিভি) আমাদের অনুরোধ জানিয়ে যেতে হবে। মানবী'র পোস্টে দেশী সংবাদমাধ্যমগুলোর ঠিকানা পাওয়া যাবে। সকল টিভি চ্যানেলে চিঠি দিয়ে ও ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন ও মামলার অবস্থা তুলে ধরতে অনুরোধ চালিয়ে যেতে হবে।
সুপারিশ-৩
সামহোয়্যার এর সংবাদকর্মী বন্ধুরা , আপনারা প্রয়োজনীয় প্রতিবেদন তৈরী করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরাত্বসহ তুলে ধরেন।
সুপারিশ-৪
সামহোয়্যার এর লেখক স্বজনেরা, কলম ধরুন। আপনাদের পরিচিত লেখকদের অনুরোধ করুন। সারা দেশের লেখকদের জানান দিন। আপনাদের লেখা আমাদের মিলিত কন্ঠস্মর এবং অনেক বেশী কার্যকর।
জানিনা কি হবে। কিন্তু আমরা বাক রুদ্ধ যেনো না হই।
সুপারিশ-৫
সরকার, পুলিশ , প্রশাসন ,আইন প্রয়োগকারী সংস্থায় ও গোয়েন্দা সংস্থায় আমাদের অনেকের চেনা মানুষ আছেন,স্বজন আছেন। তাদের বলুন , গুরুত্বসহ বোঝান যেন লিটন সহ পলাতক সব আসামি ধরা পড়ে, জামিনে থাকা আসামীরা যেন পালিয়ে না যেতে পারে। আমরা প্রত্যেকে আসামিদের গ্রেপ্তারের দাবী করি ব্যক্তিগত ভাবে,পত্র দিয়ে, লিখিত অনুরোধ জানিয়ে, ইমেইল করে , ফোনে।
আমরা করি অন্যদের ও করতে বলি। আমাদের সম্মিলিত দাবী নিশ্চয় আসামী গ্রেপ্তারের অভিযানকে বেগবান করবে।
পুলিশ ও রাবের ঠিকানা দেয়া হলোঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।