আমাদের কথা খুঁজে নিন

   

অক্টোবরে নিউজিল্যান্ড জানুয়ারিতে শ্রীলঙ

আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী বছরের জানুয়ারিতে আসছে শ্রীলঙ্কা। দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলতে ১ অক্টোবর ঢাকা পা রাখবে নিউজিল্যান্ড। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচ খেলতে শ্রীলঙ্কা আসছে ২৪ জানুয়ারি। বাংলাদেশ সফরে ৭ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের সফর শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। শেষ হবে টি-২০ ম্যাচ দিয়ে। শ্রীলঙ্কা ঢাকায় থাকবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই দেশের সিরিজের পর ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। সিরিজের খেলাগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গতকাল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। সিরিজ দুটি সুন্দর, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের নিরাপত্তা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব নুর মোহাম্মদ। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। অক্টোবরে দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ থাকতে পারে। তাই সিরিজ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সভায় আলোচনা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.