আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিমকোর্ট বারে সরকারি দলের ভরাডুবি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪ পদের ১৩টিতেই জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী হয়েছে মাত্র একটি সদস্য পদে।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১ হাজার ৫৮৯ এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ১ হাজার ৪৫৭ এবং সম্পাদক পদে রবিউল আলম বদু ১ হাজার ৪২৯ ভোট পেয়ে পরাজিত হন। বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৪৩ জন ভোট দেন। বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নূর হোসেন চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি মো. খালেদ আহমেদ (১৫৮০) ও রফিকুল ইসলাম মেহেদি (১৫৩০), সহ-সম্পাদক এ কে এম রেজাউল করিম খন্দকার (১৪৫৫ ) ও নাসরিন আক্তার (১২৪১), কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ সাইদ (১৬৮৮) এবং সদস্য আফসানা রশিদ শুভ্রা, মো. আসাদুজ্জামান আনসারী, মো. মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী আশরাফি, সালমা বেগম ও শামীমা আক্তার বানু। অন্যদিকে মো. আবুল কালাম আজাদ হলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একমাত্র বিজয়ী সদস্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.